নয় মাস আগে তালেবান ক্ষমতায় আসার পর তাদেরকে আফগানিস্তান থেকে উদ্ধার করে বলকান রাষ্ট্র আলবেনিয়ায় নিয়ে যাওয়া হয়৷ শরণার্থী হিসেবে এসব আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা৷
তালেবান ক্ষমতা দখলের পর হাজার হাজার আফগানকে দেশটি থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো৷ সেই সময় প্রায় দুই হাজার চারশ আফগানকে বলকান রাষ্ট্র আলবেনিয়ায় নিয়ে আসে যুক্তরাষ্ট্র৷
আলবেনিয়া সরকারের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী, প্রশাসনিক প্রক্রিয়া শেষে এসব আফগান শরণার্থীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া কথা৷ এর মধ্যে প্রায় দেড় হাজার আফগানকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে৷
তবে যুক্তরাষ্ট্র যাওয়ার আশায় আলবেনিয়াতে এখনো নয়শ আফগান অপেক্ষায় আছেন৷
সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আলবেনিয়ার যে হোটেলে আফগানরা থাকছেন, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার এবং কিছু বেসরকারি সংস্থা এসব শরণার্থীকে হোটেলে থাকার অর্থ প্রদান করছিল৷
এমন খবরের প্রেক্ষিতে দ্রুত যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দাবিতে আলবেনিয়ার শহর শেনজিনে প্রতিবাদ সমাবেশ করেছে সেখানে আটকে পড়া আফগানরা৷ এসময় কিছু নারী ও শিশু ‘‘আমাদেরকে ভুলে গেছো’’ বলে স্লোগান দিচ্ছিলেন৷
হোটেল থেকে বের করে দেওয়ার খবর
গত বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম ইউরেকটিভ জানায়, শেনজিনসহ দেশটির অন্যান্য শহরে থাকা আফগান শরণার্থীদের হোটেল থেকে বের করে দেওয়া হতে পারে৷
আফগান রিফিউজি প্রোজেক্ট নামে একটি বেসরকারি সংস্থার তথ্য মতে, আলবেনিয়া সরকার দেশটির রাফায়েলো রিসোর্টে ৩৭০জন আফগান শরণার্থীকে জায়গা দেওয়ার জন্য মাসে চার লাখ ইউরোর একটি চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল৷ হেটেলের এক কমর্কর্তা জানান, আফগান শরণার্থীদের হোটেলে থাকতে দেওয়া বাবদ যে টাকা দেওয়ার কথা, গত ছয় মাস যাবত সেই টাকা পাচ্ছে না হোটেলটি৷
এদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আসা শরণার্থীদের জন্য টাকা উঠাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিভিন্ন সংস্থা৷ আর গ্রীষ্মকালে পর্যটনের মৌসুম শুরু হওয়ায় হোটেলগুলোও কোনো ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তায় থাকতে চাইছে না৷ এসব মিলিয়ে হোটেলে থাকা আফগানদের আবাসনের বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে৷
যুক্তরাষ্ট্রে যেতে সময় লাগতে পারে
আফগান শরণার্থীদের মূলত এক বছরের জন্য আলবেনিয়াতে জায়গা দেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, এক বছর সময়ের মধ্যে তাদেরকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হবে৷
তবে সম্প্রতি আলবেনিয়া সরকার জানায়, যুক্তরাষ্টের ভিসা পেতে দেরি হলে আফগানদের এক বছরের বেশি সময় থাকতে হতে পারে৷
এদিকে গত নয় মাসে দেড় হাজারের মতো আফগান শরণার্থীকে আলবেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে৷ সে হিসেবে দেশটিতে এখন নয়শ আফগান শরণার্থী রয়েছেন৷
আরআর/এসিবি (এপি)