ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা হিসেবে পরিচিত (ইউরোপোল)। ছবি: ইমাগো
ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা হিসেবে পরিচিত (ইউরোপোল)। ছবি: ইমাগো

ইইউ’র আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, ইউরোপীয় পুলিশের একটি অভিযানে ‘কিংপিন্স’ নামে পরিচিত আট শীর্ষ মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ অভিযানে ইউরোপ মহাদেশে প্রায় দশ হাজার অভিবাসীকে পাচারে জড়িত গোপন নেটওয়ার্কটিকে ভেঙে দেয়া হয়েছে বলে দাবি পুলিশের৷

ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা হিসেবে পরিচিত (ইউরোপোল) শুক্রবার ৩ জুন জানিয়েছে, ‘‘ইউরোপোলের জার্মান নেতৃত্বাধীন টাস্কফোর্স আটজন ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে অভিযুক্ত শীর্ষ মানব পাচারকারীকে আটক করেছে৷ পাশাপাশি অস্ট্রিয়া থেকে তাদের আরও ১২৬ জন সহযোগীকেও গ্রেপ্তার করেছে সংস্থাটি৷’’

নেদারল্যান্ডসের হেগভিত্তিক ইইউ’র এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘‘এটি ইউরোপোলের সর্বোচ্চ নজরদারিতে থাকা অভিযানের একটি৷ অভিযুক্ত পাচারচক্রের কাছে সিরীয় নাগরিকদের পাচারের উৎস, তাদের ট্রানজিট এবং তাদের গন্তব্য দেশের মধ্যে বৈশ্বিক সংযোগ ছিল৷’’


অভিযানের সমন্বয়কারী এই সংস্থাটির মতে, ‘‘এই চক্রটি কমপক্ষে ১০ হাজার ব্যক্তিকে ইউরোপ মহাদেশে পাচার করেছে৷ পাচার হওয়া লোকেদের বেশিরভাগ আফগান, পাকিস্তানি এবং সিরীয় অভিবাসী৷’’

জার্মানির নেতৃত্বে যৌথ অভিযান

গত বছরের আগস্ট মানে শুরু হওয়া জার্মানির নেতৃত্বাধীন এই যৌথ অভিযানে অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া এবং ডাচ আইন প্রয়োগকারী সংস্থাও জড়িত ছিল৷ আর পুরো অভিযানটি ইউরোপোলের সমন্বয়ে পরিচালিত হয়৷ 

ইউরোপোলের মতে, অভিযানে এখন পর্যন্ত ৯১৬ টি ‘চোরাচালানের ঘটনা’ সনাক্ত করা হয়েছে৷ আর ১৫১ টি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা সমমানের সম্পদ জব্দ করা হয়েছে৷ 

আরও পড়ুন>>ইউরোপে ২০৫ জন সন্দেহভাজন মানবপাচারকারী আটক

গত বুধবার, ফ্রান্স ও জার্মান পুলিশ সর্বোচ্চ নজরদারিতে থাকা এক ডজন বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ হাজার ডলারেরও বেশি নগদ অর্থ জব্দ করেছে৷

শুক্রবার ৩ জুন ইউরোপোল প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘সন্দেহভাজন পাচারচক্রটি অভিবাসীদের তুরস্ক থেকে পশ্চিম বলকান অঞ্চল এবং রোমানিয়া ও হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া, জার্মানি এবং নেদারল্যান্ডসে পাচার করত৷ এসব বড় আকারের আন্তঃসীমান্ত পাচার কাজে চক্রটি বড় লরি, কার্গো ভ্যান এবং  ব্যক্তিগত গাড়ি ব্যবহার করত৷’’

ইউরোপল জানিয়েছে, অভিবাসীদের ইউরোপের অভ্যন্তরীণ সীমানা অতিক্রম করার জন্য জনপ্রতি চার লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করতে হয়েছে৷ 

আরও পড়ুন>>স্পেন: অভিবাসীদের ভুয়া নথি প্রদানকারী চক্র আটক

উল্লেখ্য মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে থেকে আসা এসব অভিবাসীরা অত্যন্ত দরিদ্র এবং প্রায়শই নিজ দেশে তারা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন৷  



এমএইউ/আরআর


 

অন্যান্য প্রতিবেদন