স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের উদ্ধার করে রক্ষী বাহিনী৷ ছবি: পিকচার অ্যালায়েন্স/প্যাসিফিক প্রেস
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের উদ্ধার করে রক্ষী বাহিনী৷ ছবি: পিকচার অ্যালায়েন্স/প্যাসিফিক প্রেস

বিদেশিদের জন্য অস্থায়ী কর্মভিসার নিয়ম শিথিল করার পরিকল্পনা করেছে স্পেন৷ সে দেশের সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রী শুক্রবার বলেছেন, পর্যটন এবং নির্মাণের মতো শিল্পে শ্রমের ঘাটতি মেটাতে হবে৷ নইলে অর্থনীতি পুনরুদ্ধার করা যাবে না৷

মন্ত্রী হোসে লুইস এসক্রিভা সাংবাদিকদের বলেন, ‘‘যে সব খাতে কর্মীদের প্রয়োজন সেসব খাতে আরো অস্থায়ী ভিসা প্রদান করতে চায় সরকার৷ আমরা অভিবাসন আইনের বিভিন্ন দিক মূল্যায়ন করছি এবং স্পেনের শ্রমবাজারের উন্নয়নে এটির সংস্কারের কাজ চলছে৷’’

পর্যটন, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি শিল্পে শ্রমিকের ঘাটতি রয়েছে স্পেনে৷ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা পড়ুয়াদের জন্য পড়াশোনার পাশাপাশি কাজকেও জুড়ে দিতে একাধিক পরিকল্পনা নেয়া হয়েছে৷

এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি সরকার৷ পরিবার, বাসস্থান বা কমপক্ষে দুই বছরের কাজের মাধ্যমে স্পেনের সঙ্গে পুরনো কোনো সংযোগ দেখাতে পারলে অনুমতি সাপেক্ষে অস্থায়ী কর্মভিসা দেয়া হবে৷

আইনের সংস্কারের খসড়া অনুযায়ী, স্পেনে টেলিমার্কেটিং, সেলসম্যান, পণ্যবাহী গাড়ির চালক এবং সফটওয়্যার ডেভেলপারদের জন্য সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে৷

স্পেনের পর্যটন শিল্পে জোয়ার আসতে পারে৷ পর্যটন কোম্পানিগুলি টেবিল এবং হোটেলের ঘর পরিষ্কার করতে ইচ্ছুক কর্মীদের খুঁজে পেতে হয়রান হয়ে গিয়েছে বলে উল্লেখ রয়েছে একাধিক রিপোর্টে৷ যদিও এটিকে স্পেনের সরকার ইউরোপব্যাপী সমস্যা হিসাবে চিহ্নিত করেছে৷

মাসিক ক্রয় ব্যবস্থাপক সমীক্ষা বলছে, একাধিক খাতে কর্মীদের ভালোই চাহিদা ছিল মে মাসে৷ কর্মী না থাকায় ব্যবসাগুলো সেভাবে লাভ করতে পারেনি৷ প্রতিবেদনে সম্ভাব্য মজুরি বৃদ্ধির কথাও বলা হয়েছে৷

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নের মাধ্যমে মহামারি পরবর্তী সময়ে প্রকল্প পেতে স্পেনের সমস্যা হতে পারে, কারণ কর্মী ঘাটতি রয়েছে৷ ইউরোপের মধ্যে মহামারির সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল স্পেন৷ ২০২০ সালে ১১ শতাংশ অর্থনীতি সঙ্কুচিত হয়েছিল৷

ইউরোপীয় মান অনুসারে বেকারত্বের হারও স্পেনে যথেষ্ট বেশি–প্রায় ১৩.৬৫ শতাংশ৷ মহামারির ফলে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে আরো কর্মী প্রয়োজন স্পেনে৷

মরক্কো, ইকুয়েডর এবং কলম্বিয়ার মতো দেশগুলির সঙ্গে স্পেনের অভিবাসন প্রকল্প রয়েছে৷ সেন্ট্রাল অ্যামেরিকার অন্যান্য দেশগুলোর সঙ্গে অস্থায়ী কাজের ভিসার সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে আরো উদারহস্ত হচ্ছে স্পেন৷ হন্ডুরাসের সঙ্গে চলতি বছরের জানুয়ারিতে একটি নতুন পাইলট প্রোগ্রাম শুরু করেছে তারা৷

আরকেসি/এআই (রয়টার্স)  

 

অন্যান্য প্রতিবেদন