ইটালিতে নতুন এক অ্যাপ চালু করা হচ্ছে যা চাকুরি খুঁজে পেতে ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তা করবে৷ ‘মাইগ্রেন্টস ফর ইউক্রেন’ অ্যাপটি ২০ জুন আন্তর্জাতিক শরণার্থী দিবসে চালু করা হবে৷
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটি থেকে এখন অবধি এক লাখ ২৮ হাজারের বেশি শরণার্থী ইটালিতে পৌঁছেছেন৷ তাদেরকে দেশটির অর্থনীতি এবং সমাজে অন্তর্ভূক্ত করতে ‘মাইগ্রেন্টস ফর ইউক্রেন’ অ্যাপ তৈরি করা হয়েছে৷ বিশ্ব শরণার্থী দিবসে অ্যাপটি চালু করা হবে যা ইটালির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী চাকুরি খুঁজে পেতে ইউক্রেনীয়দের সহায়তা করবে৷
মাইগ্রেন্টস অ্যাপের প্রতিষ্ঠাতা ক্রিস রিচমন্ড এই বিষয়ে বলেন, ‘‘প্রাথমিকভাবে দ্রুত সাড়া দেয়ার উদ্যোগের পর এখন শরণার্থীদের নিয়ে মাঝারি এবং দীর্ঘমেয়াদের পরিকল্পনা গ্রহণ করতে হবে৷ বর্তমানে অগ্রাধিকার হওয়া উচিত ইউক্রেনীয় নাগরিকদের যোগ্যতার ভিত্তিতে একটি কাঠামো তৈরি করা যাতে প্রত্যেকে নিজের উপযুক্ত পেশায় যোগ দিতে পারেন৷’’
তিনি বলেন, ‘‘প্রত্যেক ইউরোপীয় নাগরিক অ্যাপটিতে একাউন্ট তৈরি করে নিজের বিভিন্ন তথ্য দেয়ার পাশাপাশি প্রত্যাশার কথা জানাতে পারবেন৷’’
ইটালির চাকুরিদাতারা অ্যাপটি ব্যবহার করে প্রয়োজনমত কর্মী নিয়োগ করতে পারবেন৷ ছোট, মাঝারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানও এই অ্যাপে কর্মী খুঁজতে পারবেন৷
এআই/কেএম (আনসা)