প্যারিসের উত্তরে পন্তা এলাকায় অবস্থিত  অভিভাবকহীন নাবালকদের জন্য নির্ধারিত একটি আবাসন কেন্দ্রের দৃশ্য। ছবিঃ  Augustin Le Gall / Haytham pictures
প্যারিসের উত্তরে পন্তা এলাকায় অবস্থিত অভিভাবকহীন নাবালকদের জন্য নির্ধারিত একটি আবাসন কেন্দ্রের দৃশ্য। ছবিঃ Augustin Le Gall / Haytham pictures

বিদেশি অপ্রাপ্তবয়স্ক নাবালকদের শোষণের অভিযোগে প্যারিসে সাত সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। তাদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ গ্যাংয়ের সদস্য হিসেবে মানব পাচার, মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য বিক্রি এবং অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের মাদক ব্যবহারে প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।

প্যারিস প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিবাসী নাবালকদের শোষণের অভিযোগে সোমবার সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

মূলত মার্চ মাসে একটি সংঘবদ্ধ গ্যাংয়ের মানব পাচার, মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য বিক্রি এবং অপ্রাপ্তবয়স্কদের মাদক ব্যবহারে উস্কানি দেওয়ার অভিযোগে খোলা তদন্তের অংশ হিসেবে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়। 

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফরাসি সরকারের নির্ধারিত সাব-ডিরেক্টরেট দপ্তর এসএলডিআইআই উক্ত তদন্ত পরিচালনা করে।

মামলা ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ যে তারা অভিভবাকহীন বিদেশি অপ্রাপ্তবয়স্কদের শোষণ করেছে। তারা নাবালকদের রিভোট্রিলের মতো মানসিক ওষুধ খাইয়ে দিয়ে বিভিন্ন জায়গায় অভিযানে পাঠাতে প্ররোচিত করতো।

পড়ুন>>ফ্রান্সে ডিটেনশন সেন্টারের পরিবেশ ‘অমানবিক’

তাদের মধ্যে চারজনকে প্যারিসের ট্রোকাদেরো এবং তিনজনকে দুটি প্রশাসনিক আটক কেন্দ্র (সিআরএ) থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন দেশে থেকে আসা বিদেশি অপ্রাপ্তবয়স্কদের অপব্যবহার বারবার ইউরোপ ও ফ্রান্সে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ২০২০ সালে প্যারিস এবং রাবাতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাতে মরক্কো থেকে আসা নাবালকদের প্রত্যাবর্তন সহজ হয়। কিন্তু অপ্রাপ্তবয়স্কদের জন্য এই পদ্ধতি প্রয়োগ করে ফেরত পাঠানো বেশ জটিল। কারণ তাদের সুরক্ষা শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন দ্বারা পরিচালিত হয়।

পড়ুন>>আশ্রয়প্রার্থীদের জন্য ইটালি-ফ্রান্স সীমান্তে নতুন কেন্দ্র

২০২১ সালের মার্চে প্রকাশিত একটি সংসদীয় প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে ফরাসি বিচার মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত দুই থেকে তিন হাজার অপ্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ১০ শতাংশ নাবালক অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়েছে। প্রতিবেদন অনুসারে এসব অভিভাবকহীন নাবালকেরা মাগরেব অঞ্চল, বিশেষ করে আলজেরিয়া এবং মরক্কো থেকে আসে। তালিকায় লিবিয়া ও আইভরিকোস্ট থেকে আসা নাবালকেরাও রয়েছে। 

আরও পড়ুন>>‘স্ত্রী এবং তিন সন্তান নিয়ে এথেন্সের রাস্তায় ঘুমিয়েছি’

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, প্যারিসের ১৮ নং ডিসট্রিক্টের মোঁমার্তে এলাকা ও ফ্রান্সের বড় শহরগুলোতে এসব নাবালকেরা বিভিন্ন গ্যাংয়ের প্ররোচনায় বিভিন্ন ওষুধের মিশ্রণ ব্যবহার করে এক প্রকার মাদক সেবন করে, যা তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করে।

শোষণের শিকার নাবালকেরা প্রধানত রাস্তা ও গণপরিবহনে চুরি, ছিনতাইসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় অংশ নিয়ে থাকে। 


এমএইউ/এআই 


 

অন্যান্য প্রতিবেদন