ফরাসি পুলিশের গুলিতে আহত মিশরীয় অভিবাসী বুধবার হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। পুলিশের দাবি, নিহত মিশরিয় আশ্রয়প্রার্থী অভিবাসীদের বহনকারী একটি গাড়িতে করে ইটালি থেকে সীমান্ত পাড়ি দিয়ে পুলিশের বাঁধা অমান্য করে ফ্রান্সে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে দক্ষিণ ফ্রান্সের নিস শহরে এসে গুলিতে আহত হয়েছিলেন।
বুধবার ফরাসি পুলিশের ধাওয়ায় গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সি মিশরীয় অভিবাসী হাসপাতালে মারা গেছেন। উল্লেখ্য একটি অভিবাসী বহনকারী ভ্যানযোগে পাঁচজন অভিবাসী ফ্রান্স-ইটালি সীমান্ত অতিক্রম করছিলেন।
রোয়া উপত্যকার কাছে অবস্থিত ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্তের নিকটবর্তী সোসপেল চেকপয়েন্টে তাদেরকে থামানোর চেষ্টা করে সীমান্ত পুলিশ। কিন্তু গাড়িটি পুলিশের নির্দেশনা অমান্য করে সীমান্ত অতিক্রম করে চলে যায়। সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের পর্যটন নগরী নিস শহরে গাড়িটির খোঁজ পায় পুলিশ৷

স্থানীয় গণমাধ্যম ফ্রান্স ব্লু কোত দাআজুর জানায়, নিস শহররে স্পর্শকাতর ‘মুলাঁ’ নামক এলাকায় গাড়ির চালক এবং তার দুই সহযোগী পাঁচ যাত্রীকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় গাড়িতে থাকা ব্যক্তিরাও দৌড় দিলে চারবার গুলি চালায় ফরাসি পুলিশ।”
তবে গুলিতে তিনি ছাড়া গাড়িতে থাকা অন্য অভিবাসীদের কেউ আহত হয়নি বলে জানায় স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ ডিডিএসপি৷
গুলি চালানো পুলিশ কর্মকর্তার মতে, “ঘটনার সময় পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছিল। ভ্যানটি পুলিশের গাড়ির দিকে ত্বরান্বিত হচ্ছিল। আমাদের কর্মকর্তারা তখন চারবার অস্ত্র ব্যবহার করে এটি বন্ধ করার চেষ্টা করছিল।”
নিস শহরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর পারভিন দেরভেরি সংবাদমাধ্যম নিস মাতা’কে মৃত্যুর প্রাথমিক তথ্য নিশ্চিত করেছেন।
পাশাপাশি তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আহত অভিবাসী গতকাল (বুধবার) সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন ।”
পড়ুন>>ফরাসি আশ্রয় আদালতের সুরক্ষা প্রাপ্তিতে পিছিয়ে বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা
গুলি চালানোর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ফরাসি ন্যাশনাল পুলিশের জেনারেল ইন্সপেক্টরেট (আইজিপিএন)-এর আওতায় সাময়িকভাবে পুলিশ হেফাজতে রাখা হয় যেখানে তাকে তদন্তের অংশ হিসাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর পারভিন দেরভেরি আরও বলেন, “ঘটনাস্থলে আসন্ন বিপদের মুখে আত্নরক্ষা করতে গিয়ে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। কোনপ্রকার ইচ্ছাকৃত সহিংসতার ফলে এটি করা হয়নি।”
বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ’র দলের সাথে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘নিস’ শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি টুইটারে পুলিশের প্রতি তার সমর্থন প্রকাশ করে বলেছেন, “আমি স্পষ্টতই গাড়ির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এগুলো অপরাধমূলক কর্মকাণ্ডের ফলাফল। আমাদের পুলিশ এবং জেন্ডারমেরি (ফরাসি পুলিশের একটি শাখা) তাদের নিরাপত্তার জন্য এবং এসব গ্যাংদের প্রতিহত করতে গুলি করার প্রয়োজন ছিল। যাতে ভবিষ্যতে অন্যান্য দুর্ঘটনা এড়ানো সহজ হয়।”
আরও পড়ুন>> অভ্যর্থনার মান বাড়াতে ফ্রান্সের নতুন সংসদকে খোলা চিঠি
ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্তের রোয়া উপত্যকা আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে আসা অভিবাসীদের জন্য দুই দেশের মাঝখানে একটি জনপ্রিয় ক্রসিং পয়েন্ট।
সীমান্তে সক্রিয় অভিবাসন সংস্থাগুলোর হিসেবে, ২০১৫ সাল থেকে এখন অবধি ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্তে অন্তত ৩০ জন অভিবাসী নিহত হয়েছেন।
এমএইউ/আরআর