গ্রিসের মিকোনোস দ্বীপের কাছে অভিবাসন-প্রত্যাশীদের বহনকারী এক নৌদুর্ঘটনায় আটজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ১০৮ জনকে উদ্ধার করা হয়েছে।
গ্রিসের কোস্টগার্ডকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।
রোববার সকালে ১১৬ জন অভিবাসন-প্রত্যাশী নিয়ে পালতোলা একটি নৌকা দেশটির মিকোনোস দ্বীপের পশ্চিাঞ্চলীয় সাগরে প্রচণ্ড বাতাসের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসছিল।
খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধারে এগিয়ে যায়। এসময় উদ্ধারকারীরা নৌকা থেকে ১০৮ জনকে উদ্ধার করে। আর নৌকায় থাকা আট অভিবাসন-প্রত্যাশী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন মানবপাচারের সাথে জড়িত বলে সন্দেহ কোস্টর্গাডের। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রোববার বিকেলে ৫৬জন অভিবাসন-প্রত্যাশীর আরেকটি দল নৌকা করে গ্রিসের রোডস দ্বীপে পৌঁছে৷
আরআর/কেএম (ডিপিএ, এপি)