২০২২ সালের  ২৪ এপ্রিল রবিবার, লিবিয়ার মিসরাতায়, ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টার পরে লিবিয়ায়  ফিরতে হয় এই অভিবাসীদের৷ ফেরতের পরে আটক অভিবাসীরা নিরাপত্তা বাহিনীর সামনে বসে  রয়েছেন। লিবিয়ার কোস্টগার্ড বলেছে ৫৪০ জনের বেশি অভিবাসীকে ফিরিয়ে এনেছে তারা৷ ছবি: এপি ছবি/ইউসুফ মুরাদ
২০২২ সালের ২৪ এপ্রিল রবিবার, লিবিয়ার মিসরাতায়, ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টার পরে লিবিয়ায় ফিরতে হয় এই অভিবাসীদের৷ ফেরতের পরে আটক অভিবাসীরা নিরাপত্তা বাহিনীর সামনে বসে রয়েছেন। লিবিয়ার কোস্টগার্ড বলেছে ৫৪০ জনের বেশি অভিবাসীকে ফিরিয়ে এনেছে তারা৷ ছবি: এপি ছবি/ইউসুফ মুরাদ

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) বলেছে, লিবিয়া কর্তৃপক্ষ মাত্র এক সপ্তাহে অন্তত ৫৯০ অভিবাসীকে লিবিয়ায় ফিরিয়ে এনেছে৷ এদিকে, মরোক্কোর নৌবাহিনী বলেছে যে তারা গত কয়েক দিনে ১০৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে৷

সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার পর উপকূলরক্ষীদের মাধ্যমে লিবিয়ায় ফেরত আসা অভিবাসীদের সংখ্যার নিয়মিত আপডেট দেয় আইওএম৷ ২০ জুনের সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি বলেছে যে ১২-১৮ জুনের মধ্যে ৫৯০ জন অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে৷

লিবিয়ায় ফিরল মৃতদেহ

১২ জুন: ১২জন পুরুষ অভিবাসীকে লিবিয়ার আজওয়া বন্দরে ফেরত পাঠানো হয়েছিল৷

১৪ জুন: এক মৃত অভিবাসীর মৃতদেহ উদ্ধার করে আজওয়ায় এবং অপর জনকে বেনগাজিতে নিয়ে যাওয়া হয়৷ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাত জন পুরুষ, একজন নারী ও আট শিশুসহ ১৬ জন অভিবাসীকে ফেরত আনা হয়৷

১৫ জুন: ৬৪ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং চার শিশু সহ ৮২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল৷ ৭৮ জন অভিবাসীর আরেকটি দলও ছিল, যার মধ্যে ৭৫ জন পুরুষ এবং তিনজন নারী ছিলেন৷

১৬ জুন: ১৯১ জন পুরুষ, ২৯ জন নারী এবং ১২ জন শিশু সহ ২৩২ জন অভিবাসীর একটি বড় দলকে ত্রিপোলিতে ফিরিয়ে আনা হয়েছিল৷

১৭ জুন: ১৪৬ জন পুরুষ, ১৭ জন নারী এবং সাত জন শিশু সহ ১৭০ জন অভিবাসী নিয়ে গঠিত আরেকটি বড় দলকে আজওয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছিল এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷

১৮ জুন: একটি মৃতদেহ উদ্ধার করে মিসরাতে আনা হয়৷


পরিসংখ্যান কী বলছে?

আইওএম বলছে বছরের শুরু থেকে ২০ জুন পর্যন্ত আট হাজার ৮৬০ জন অভিবাসীকে লিবিয়ার উপকূলে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে সাত হাজার ৮৯১ জন পুরুষ এবং ৬৩৫ জন নারী রয়েছে৷ মোট ৩৩৪ জন নাবালককেও ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে ২৫২ জন ছেলে এবং ৮২ জন মেয়ে রয়েছে৷

১০৫ জন অভিবাসী উদ্ধার

১৭ থেকে ২০ জুনের মধ্যে মরোক্কোর নৌবাহিনী ১০৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে৷ ইংরেজি ভাষার অনলাইন পোর্টাল মরোক্কো ওয়ার্ল্ড নিউজ (এমডাব্লিউএন) জানিয়েছে, যারা বেঁচে গিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার সাহারা মরুর বাসিন্দা৷

ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে খোমসের লিবিয়ান উপকূলরক্ষীরা সাগর থেকেই অভিবাসীদের জাহাজে তুলে নেয়৷ ছবি: এপি/হাজেম আহমেদ, ফাইল
ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে খোমসের লিবিয়ান উপকূলরক্ষীরা সাগর থেকেই অভিবাসীদের জাহাজে তুলে নেয়৷ ছবি: এপি/হাজেম আহমেদ, ফাইল


ইন্টারপোলের তালিকা থেকে গ্রেফতার সন্দেহভাজন চোরাকারবারী

এমডাব্লিউএনের প্রতিবেদনে বলা হয়েছে, মরোক্কোতে মানব পাচার এবং যৌন নির্যাতনে জড়িত থাকার সন্দেহে ৪২ বছরের এক নাইজেরীয়কে সপ্তাহান্তে গ্রেপ্তার করেছে নিরাপত্তা সংস্থা৷ স্পেনের জারি করা ইন্টারপোলের তালিকায় তার নাম রয়েছে৷ সাইবার জালিয়াতির সঙ্গেও ওই নাইজেরীয় জড়িত বলে অনুমান করা হচ্ছে৷

অন্য একটি সংবাদ ওয়েবসাইট, নাইজেরিয়া অ্যাব্রড জানিয়েছে, মরোক্কোর পুলিশ কাসাব্লাঙ্কা থেকে তাকে আটক করে হেপাজতে রেখেছিল৷ অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি নিয়ে তখনো তদন্ত হয়েছিল৷

মরোক্কো থেকে আসা এই অভিবাসীরা ভাগ্যবান যে তারা গ্রান ক্যানারিয়ায় পৌঁছাতে পেরেছিলেন ছবি: পিকচার-অ্যালায়েন্স/এপি ছবি/খাভিয়ের বাউলুজ
মরোক্কো থেকে আসা এই অভিবাসীরা ভাগ্যবান যে তারা গ্রান ক্যানারিয়ায় পৌঁছাতে পেরেছিলেন ছবি: পিকচার-অ্যালায়েন্স/এপি ছবি/খাভিয়ের বাউলুজ


মরোক্কোর নিরাপত্তা সংস্থাগুলি মানবপাচার মোকাবিলায় আরো কঠোর ব্যবস্থা নিচ্ছে৷ নাইজেরিয়া অ্যাব্রডের মতে, ২০২১ সালে তারা ৭৪২টি জাল ভ্রমণ নথি এবং ৬৭টি নৌকা জব্দ করেছে৷ সেই সঙ্গে মরোক্কোর আশেপাশে অভিবাসীদের ‘পিক-আপ’ এবং ‘ড্রপ অফ’ এলাকায় চালানো ৬৫টি যান জব্দ করা হয়েছে৷

অনিয়মিত অভিবাসন সংগঠিত করার সন্দেহে ১৫০টি অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে দেয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া অ্যাব্রড৷

২০২১ সালে এই অভিযোগে ৪১৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ ১২ হাজার ২৩১ জন অভিবাসীর ইউরোপ পাড়িও আটকানো হয়৷

আরকেসি/কেএম (ইনফোমাইগ্রেন্টস)

 

অন্যান্য প্রতিবেদন