উত্তর মেসিডোনিয়ায় একটি অভিবাসী বোঝাই গাড়ি থেকে ২৪ অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসীদের সাথে থাকা দুই সন্দেহভাজন স্থানীয় পাচারকারীকেও আটক করেছে পুলিশ।
উত্তর মেসিডোনিয়া পুলিশ জানায়, রোববার দেশটির দক্ষিণে একটি প্রধান হাইওয়ে থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা অবস্থায় ২৪ জন অনিয়ামিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
এসব ব্যক্তিদের পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৫০ এবং ৪৭ বছর বয়সি দুই মেসিডোনীয় নাগরিককে তাদের নামের আদ্যক্ষর বিএ এবং এডি দ্বারা চিহ্নিত করা হয়ছে।
আরও পড়ুন>>নর্থ মেসিডোনিয়ায় কড়াকড়ি: বদলে যাচ্ছে বলকান রুট
দেশটির আইন অনুযায়ী রায় না হওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুরো নাম সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না।
কর্তৃপক্ষের মতে, ভ্যানের ভেতরে থাকা লোকেরা গ্রিস থেকে উত্তর মেসিডোনিয়ায় অবৈধভাবে প্রবেশ করেছিল। পরবর্তীতে সেখান থেকে সার্বিয়া হয়ে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলিতে যাওয়ার পরিকল্পনা ছিল।
ভ্যান থেকে উদ্ধারের পর সংশ্লিষ্টদের গ্রিসে ফেরত পাঠানোর আগে সীমান্ত শহর গেভগেলিজার একটি অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছিল।
পড়ুন>>বলকান রুটে এ বছর দ্বিগুণেরও বেশি অভিবাসী: ফ্রন্টেক্স
সাম্প্রতিক সপ্তাহগুলিতে বেশ কয়েকটি অভিবাসীদের দলকে বলকান রুটে আটকে দেয়ার দাবি করে মেসিডোনীয় পুলিশ। কোভিড ১৯ জনিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে আবারও সক্রিয় হয়ে উঠেছে বলকান রুট।
ইউরোপে পৌঁছানোর আশায় বলকান রূটের আলবেনিয়া, কসোভো ও সার্বিয়া হয়ে হাঙ্গেরি, রোমানিয়া বা ক্রোয়েশিয়া দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন অনেক অভিবাসী৷ অনেকে বিপদজনক উপায়ে আলবেনিয়া থেকে সমুদ্রপথে সরাসরি ইটালিতে পৌঁছানোর চেষ্টাও করেন৷
আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের নাগরিকদের হাজারো অনিয়মিত বাংলাদেশি প্রতি বছর বলকান রুটের এই অঞ্চল ব্যবহার করে থাকেন। ২০২০ সালের জুনে একটি ভ্যান থেকে ৬৪ জন অনিয়মিত বাংলাদেশিকে আটক করেছিল নর্থ মেসিডনিয়া পুলিশ।
এমএইউ/আরআর