ইউরোপোল বলেছে, বিশেষ করে ইউক্রেনীয় নারীরা যৌননিগ্রহের শিকার হতে পারেন এবং প্রতারিত হতে পারেন৷ ছবি: এএফএলও/ওয়াই নাকাও
ইউরোপোল বলেছে, বিশেষ করে ইউক্রেনীয় নারীরা যৌননিগ্রহের শিকার হতে পারেন এবং প্রতারিত হতে পারেন৷ ছবি: এএফএলও/ওয়াই নাকাও

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইউরোপোল একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনীয় শরণার্থী নারীরা শোষণের শিকার হতে পারেন, তা শনাক্ত করে যৌথ ব্যবস্থা নেয়া হয়েছে৷ এই উদ্যোগের ফলে বেশ কয়েকজন সন্দেহভাজন মানব পাচারকারীকে চিহ্নিত করা গিয়েছে৷

ইউরোপোল বলেছে অনেক ইউক্রেনীয়দের ‘উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তাব’ দেয়া হচ্ছে৷ পরবর্তীতে যৌননিগ্রহের শিকার হচ্ছে তারা৷ কখনো কর্মসংস্থানের সাইট, কখনো বা ডেটিং অ্যাপ কিংবা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এ জাতীয় ‘প্রস্তাব’ দেয় পাচারকারীরা৷

তদন্তকারীরা ১৪টি দেশে ১২৫টি অনলাইন প্ল্যাটফর্ম দেখেছে৷ ২৩ মে নেদারল্যান্ডসের নেতৃত্বে যৌথ কর্ম দিবসের সময় নয়জন সন্দেহভাজন মানব পাচারকারীর পাশাপাশি নয়জন সম্ভাব্য ‘ভিক্টিম’-কে চিহ্নিত করেছেন ইউরোপোলের তদন্তকারীরা৷

অভিযানের সময় প্রায় ৪২টি সন্দেহজনক অনলাইন প্ল্যাটফর্মও শনাক্ত করা হয়েছে, যাকে ইউরোপোল ‘হ্যাকাথন’ বলে উল্লেখ করেছে৷ ১৫টি আলাদা তদন্তও শুরু হয়েছে৷

ইউরোপোলের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে ‘ইউক্রেনীয় নারীদের ‘টার্গেট’ করে সন্দেহজনক চাকুরির প্রস্তাব পাওয়া গিয়েছে৷ যেমন ‘ফটোশুট’ করা৷ইউক্রেনীয় শরণার্থীদের লোভ দেখানোর নানা উপায় বের করেছেন সন্দেহভাজনেরা। রুশ ভাষাতেও সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা হয়েছে৷

ইউরোপোল জানিয়েছে, মানবপাচারকারীদের লেনদেনের নানা দিক তদন্তে উঠে আসছে৷ যুদ্ধ পরিস্থিতিতে বিপন্ন ইউক্রেনীয়দের, বিশেষ করে নারীদের ‘টার্গেট’ করার বিষয়টি নজরে এসেছে৷

 ইউরোপের আশ্রয়দাতা দেশগুলিও সতর্ক থাকুক

মার্চ মাসে, সংস্থাটি সতর্কতা জারি করে বলেছিল, ইউক্রেনীয় শরণার্থীরা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে পৌঁছানোর সময় মানবপাচারকারীদের শোষণের শিকার হতে পারেন৷ নারী এবং শিশুদের জন্য ঝুঁকি অত্যন্ত বেশি৷ এই পরিস্থিতিতে আশ্রয়দাতা দেশগুলিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল তারা৷

বিশেষ করে আবাসন সংক্রান্ত প্রস্তাবগুলির ক্ষেত্রে সন্দেহভাজন পাচারকারীদের সম্পর্কে বারবার রিপোর্ট এসেছে বছরের শুরুতে৷ এপ্রিলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-ও একই ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল৷

 

আরকেসি/কেএম (ডিপিএ, এফপি, ইউরোপোল)

 

অন্যান্য প্রতিবেদন