সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে সান আন্তোনিওর কাছে ট্রেলার ট্রাকের মধ্যে অন্তত ৪৬ জন মৃত অভিবাসীর দেহ উদ্ধারের ঘটনা আবারো প্রমাণ করল ধনী দেশগুলিতে পৌঁছানোর জন্য কী পরিমাণ ঝুঁকি নেন অভিবাসীরা৷ গত ২০ বছরের এমন কয়েকটি মারাত্মক ঘটনার তালিকা দেয়া হলো৷ সংবাদসংস্থা এপি এই তালিকা তৈরি করেছে৷
২৩ অক্টোবর, ২০১৯, ইংল্যান্ড
৩৯ জন ভিয়েতনামের অভিবাসী দম আটকে এবং দেহের তাপমাত্রা কমে যাওয়ার (হাইপোথার্মিয়া) ফলে মারা যান৷ লন্ডনের কাছেই একটি পণ্যবাহী ট্রাকে দেহ উদ্ধার হয়েছিল তাদের৷ অভিবাসীদের হত্যার অভিযোগে চারজনকে জেলে পাঠানো হয়েছিল৷ ভিয়েতনামের এক ব্যক্তিকে মূল হোতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়৷ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়৷

২৩ জুলাই, ২০১৭, যুক্তরাষ্ট্র
টেক্সাসের সান আন্তোনিও ওয়ালমার্ট পার্কিং লটের একটি ট্রেলারে আট অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ অন্য দুইজন পরে হাসপাতালে মারা যান৷চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয৷অভিবাসীদের পাচার করতে গিয়ে মারাত্মক ভুল হয়েছিল, কর্তৃপক্ষ এমনভাবেই বর্ণনা দিয়েছিল এই ঘটনাটিকে৷

২০ ফেব্রুয়ারি, ২০১৭, লিবিয়া
লিবিয়ার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে ১৩ জন আফ্রিকার অভিবাসী পণ্যবাহী কনটেইনারের মধ্যে দম বন্ধ হয়ে মারা যান৷ স্থানীয় রেড ক্রিসেন্ট শাখার মতে, মালি থেকে আসা ৬৯ জন অভিবাসীর মধ্যে বেশিরভাগকে পণ্যবাহী কনটেনারে বস্তাবন্দি করে রাখা হয়েছিল৷ চারদিন ওইভাবে থাকতে হয়েছিল তাদের৷

২৭ অগাস্ট, ২০১৫, অস্ট্রিয়া
অস্ট্রিয়া পুলিশ রাস্তায় পড়ে থাকা একটি ট্রাক থেকে ৭১ জন অভিবাসীর দেহ উদ্ধার করে৷ তারা ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের অভিবাসী৷ দম আটকে মারা গিয়েছিলেন তারা৷ মৃতদের মধ্যে আটটি শিশুও ছিল৷ হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় এসেছিল৷

৪ এপ্রিল, পাকিস্তান, ২০০৯
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি শিপিং কনটেইনারের ভিতরে ৩৫ জন আফগান অভিবাসী দমবন্ধ হয়ে মারা যান৷ কর্তৃপক্ষ জানিয়েছিল ওর মধ্যে ১০০ জনেরও বেশি লোক বস্তাবন্দি ছিল৷ তাদের ইরান সীমান্তে নিয়ে যাওয়ার কথা ছিল৷

৯ এপ্রিল, ২০০৮, থাইল্যান্ড
মিয়ানমারের ৫৪ জন অভিবাসী বায়ুরোধক ‘রেফ্রিজারেটেড’ ট্রাকে দম আটকে মারা যান৷ দক্ষিণাঞ্চলীয় শহর রানংয়ের ১০ চাকার পণ্যবাহী ট্রাকে তাদের দেহ মেলে৷ এই ট্রাক সাধারণত হিমায়িত মাছ পরিবহণে ব্যবহার হয়৷ তাদের ফুকেতের দ্বীপ রিসোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল৷ মৃতদের মধ্যে ৩৭ জন নারী ও ১৭ জন পুরুষ ছিলেন৷অন্য ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকি ৪৬ জনকে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য পুলিশ গ্রেপ্তার করে৷

১৪ মে, ২০০৩, যুক্তরাষ্ট্র
দক্ষিণ টেক্সাস থেকে হিউস্টন যাওয়ার সময় একটি ট্রাক্টর-ট্রেলারে ১৯ জন অভিবাসীর মৃত্যু হয়৷

১৮ জুন, ২০০০, ইংল্যান্ড
ইংলিশ বন্দর শহর ডোভারে একটি ট্রাকের ভিতরে ৫৮ জন চীনা অভিবাসীর দেহ মেলে৷ এই ডাচ ট্রাকটি বেলজিয়াম থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে অভিবাসীদের নিয়ে গিয়েছিল৷

অভিবাসীদের পাচার করা অত্যন্ত লাভজনক এবং অত্যন্ত সংগঠিত ব্যবসা৷ বেশ কয়েকটি চোরাচালান নেটওয়ার্ক রয়েছে৷ ইউরোপোল জুন মাসে এমন তথ্য ফাঁস করেছে৷
জাতিসংঘের মাদক এবং অপরাধমূলক কার্যকলাপ বিরোধী সংগঠন (ইউএনওডিসি) অনুসারে, অভিবাসী চোরাচালানে অর্থনৈতিক লাভ ছাড়াও অন্যান্য বৈষয়িক লাভের বিষয় থাকে৷ সাধারণত, এমন একটি দেশে অনিয়মিত প্রবেশের সুবিধা করে দেয়ার কথা বলা হয়, ওই অভিবাসী যেখানকার নাগরিক বা বাসিন্দা নন৷
আরকেসি/কেএম (এপি)