সার্বিয়া থেকে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করতে গিয়ে অভিবাসীদের দুইটি দলের সংঘর্ষ একজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরো সাতজন৷ সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এমন তথ্য দেয়৷
শনিবার সংঘর্ষের এই ঘটনা ঘটে৷ অভিবাসীরা সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করছিলেন৷ সহিংসতার ঘটনায় ১৬ বছরের এক কিশোরীও গুরুতর আহত হয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছে সার্বিয়ার গণমাধ্যম৷
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, হাঙ্গেরি সীমান্তের কাছের এক জঙ্গলে এই সংঘর্ষের সময় এমনকি বন্দুকও ব্যবহার করা হয়েছে৷ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে পুলিশ৷
সংঘর্ষে আফগানিস্তান ও পাকিস্তান থেকে আগত অভিবাসী পাচারকারীরা জড়িত বলে সার্বিয়ার গণমাধ্যমে দাবি করা হয়েছে৷ তবে কাদের এই দাবি স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি৷
উল্লেখ্য আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসীরা উন্নত জীবনের আশায় বলকান রুট হয়ে পশ্চিম ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন৷ এই পথে সার্বিয়া হয়ে হাঙ্গেরিতে বা ক্রোয়েশিয়া সীমান্ত অতিক্রম করেন তারা৷ ইউরোপে অভিবাসনপ্রত্যাশী এমন অভিবাসীদের মধ্যে সার্বিয়ার বিভিন্ন ক্যাম্পে আছেন বাংলাদেশিরাও৷
এফএস/আরআর (এপি)