ডাক্তার ফেরাস আলঘাদবানের মোবাইল ক্লিনিকে একাধিক শিশুর চিকিৎসা করেন তিনি৷ ছবি:রয়টার্স (ইসাম আবদাল্লাহ)
ডাক্তার ফেরাস আলঘাদবানের মোবাইল ক্লিনিকে একাধিক শিশুর চিকিৎসা করেন তিনি৷ ছবি:রয়টার্স (ইসাম আবদাল্লাহ)

শরণার্থীদের লাইফলাইন বললে ভুল হবে না সিরিয়ার ডাক্তার ফেরাস আলঘাদবানের এই ক্লিনিককে। এই মোবাইল বা ভ্রাম্যমাণ ক্লিনিক নিয়ে তিনি লেবাননের বেকা উপত্যকায় রোগী দেখেন।

প্রত্যন্ত অঞ্চলে সিরীয় শরণার্থী এবং অসুস্থ লেবানিজদের চিকিৎসা করেন তিনি। কারণ এই সব এলাকা থেকে রোগীরা হাসপাতালে যেতে পারেন না।

সিরিয়ায় মেডিসিনের চিকিত্সক ছিলেন আলঘাদবান । তার প্রশিক্ষণ রয়েছে। কিন্তু যুদ্ধের কারণে ২০১৭ সালে সিরিয়া থেকে প্রতিবেশী দেশে লেবাননে পালিয়ে আসেন তিনি।

তখন তার কাছে কোনো টাকা, চাকরি বা আইনি মর্যাদা ছিল না। রুটিরুজির জোগাড় করতে তিনি সবজি বিক্রি করতেন। অবশেষে পাঁচ মাস পর পরিবারের সদস্যদের লেবাননে নিয়ে আসার টাকা জমিয়ে ফেলেন তিনি।

তিনি খেয়াল করেছিলেন, সিরীয় শরণার্থীদের জন্য যে বেসরকারি শিবির ছিল। সেগুলিতে স্বাস্থ্য পরিষেবাগুলি অত্যন্ত খারাপ। তখন নিজের দক্ষতা কাজে লাগানোর সিদ্ধান্ত নেন তিনি।

লেবাননে তার আইনি কাগজপত্র হয়। তিনি এরপর অন্য একজন চিকিৎসক, স্বেচ্ছাসেবকদের একটি দল এবং স্থানীয় সংস্থার সঙ্গে এন্ডলেস মেডিকেল অ্যাডভান্টেজ নামে একটি প্রকল্প চালু করেন। তিনি এবং তার মেডিকেল টিম গাড়িতেই চিকিৎসার ব্যবস্থা রেখেছেন। এটি ভ্রাম্যমাণ ক্লিনিক।

ডাক্তার ফেরাস আলঘাদবান তার মোবাইল ক্লিনিকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন৷ লেবাননের বেকা উপত্যকার স্বাস্থ্যশিবিরে আসা এক শরণার্থী নারীর চিকিৎসা করছেন তিনি ৷ ছবি:রয়টার্স (ইসাম আবদাল্লাহ)
ডাক্তার ফেরাস আলঘাদবান তার মোবাইল ক্লিনিকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন৷ লেবাননের বেকা উপত্যকার স্বাস্থ্যশিবিরে আসা এক শরণার্থী নারীর চিকিৎসা করছেন তিনি ৷ ছবি:রয়টার্স (ইসাম আবদাল্লাহ)

তিনি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, "আমাদের বেশিরভাগ রোগী সিরীয় উদ্বাস্তু শিশু এবং প্রবীণ, নয়তো লেবানিজ। সম্প্রতি, বিশেষ করে গত বছরে লেবানিজদের (যাদের আমরা চিকিৎসা করি) সংখ্যা বৃদ্ধি পেয়েছে।" লেবাননের অর্থনৈতিক সংকটের কথাও জানান তিনি।

সীমিত সংস্থান নিয়ে রোগীদের চিকিৎসা করছেন ৩৭ বছরের এই চিকিৎসক। সিরিয়ায় যুদ্ধের সময় ভাঙা চোয়াল, খুলি ফেটে যাওয়া এবং সেরিব্রাল হেমারেজের মতো কঠিন চিকিৎসার স্মৃতি রয়েছে তার।

"লেবাননে যে হালকা ক্ষত কিংবা পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা করি, সিরিয়ায় তুলনায় এগুলো কিছুই নয়। সিরীয় চিকিৎসকরা সহজেই এগুলি সারাতে পারেন।", একজন রোগীর যত্ন নেয়ার সময় এমনটাই বলেন তিনি।

সাদনায়েলে সিরীয় শরণার্থীদের শিবিরের এই মোবাইল ক্লিনিকে আসছেন এক ব্যক্তি ৷ ছবি: রয়টার্স
সাদনায়েলে সিরীয় শরণার্থীদের শিবিরের এই মোবাইল ক্লিনিকে আসছেন এক ব্যক্তি ৷ ছবি: রয়টার্স

পাঁচ সন্তানের বাবা তিনি। কিন্তু সারাদিন তিনি রোগী দেখেন। রাতে বা বাড়িতে থাকাকালীনও কেউ ডাকলে হাজির হন।

লেবাননের বেকা উপত্যকা৷ ২০২২-এর ২৮ জুন ছবিটি তুলেছেন রয়টার্সের প্রতিনিধি
লেবাননের বেকা উপত্যকা৷ ২০২২-এর ২৮ জুন ছবিটি তুলেছেন রয়টার্সের প্রতিনিধি

এলাকায় ডক্টর ফেরাস নামে পরিচিত এই চিকিৎসক বলেন, "মনে হয় আমার পরিবার আমার সঙ্গে স্বেচ্ছাসেবকের কাজ করছে। আমি আমার ফোন বন্ধ করতে পারি না। যদি মোবাইল বন্ধ রাখি, জরুরি কিছু হলে নিজেকে দোষী মনে হয়।" 

২০১৮ সালে চালু হয়েছিল এই ক্লিনিক। এই ভ্রাম্যমাণ ক্লিনিক এখন বেকা উপত্যকার আশেপাশে প্রায় ৪০টি শিবিরে যায়। সেখানে শরণার্থী এবং লেবানিজদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। কখনো প্রতীকী ফি দিতে হয়।

তিনি প্রকল্পটি প্রসারিত করতে চান। এটি তহবিল সংগ্রহ করে চালু হয়েছিল। লেবাননের বেকা এবং তার বাইরের অসংখ্য শিবিরে, অসহায় পরিস্থিতিতে বসবাসকারীদের সাহায্য করতে এটি চালু হয়। শুধু তাই নয়, সঠিক পয়ঃনিষ্কাশন এবং বিশুদ্ধ পানি দিয়ে সাহায্য করে এই প্রকল্প।


আরকেসি/কেএম (রয়টার্স)

 

অন্যান্য প্রতিবেদন