নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, বিদেশে বসবাস করছেন এমন ইটালীয়দের সংখ্যা ইটালিতে বসবাসকারী অভিবাসীদের সংখ্যার চেয়ে বেশি।
কোভিড মহামারি, আইনি বাধা এবং অন্যান্য কারণে ইটালিতে অভিবাসীদের সংখ্যা বাড়েনি, জানিয়েছে ক্যাথলিক ফাউন্ডেশন৷
মাইগ্রেন্টস ফাউন্ডেশন সোমবার জানায়, ইটালিতে যত সংখ্যক অভিবাসী নিয়মিত থাকেন তাদের তুলনায় বেশি সংখ্যক ইটালীয় বিদেশে বসবাস করছেন।ইটালির জনসংখ্যা কমছে, তবে অভিবাসীর সংখ্যাও বাড়ছে না, জানিয়েছে ক্যাথলিক ফাউন্ডেশন।
"আমরা বলতাম বিদেশে ইটালির অভিবাসী যতজন, তার সমান সংখ্যক অভিবাসী ইটালিতে বাস করে। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে এটি সত্যি নয়," সমাজবিজ্ঞানী এবং অভিবাসী ফাউন্ডেশনের গবেষক ডেলফিনা লিকাটা এ কথা জানিয়েছেন।
ইটালির বিশপস কনফারেন্স (সিইআই) এবং সামাজিক নিরাপত্তা এবং পেনশন সংস্থা আইএনপিএস আয়োজিত একটি সম্মেলনে লিকাটা বলেন, "বিদেশে বসবাস বেছে নেওয়া ইটালির নাগরিকদের সংখ্যা নিয়মিতভাবে ইটালি থাকেন এমন অভিবাসীদের তুলনায় বেশি। ইটালির যে নাগরিকরা বিদেশে থাকছেন, তারা জীবনে উন্নতি করেছেন।"
ইটালির জনসংখ্যা কমছে
"ইটালি এমন একটি দেশ, যেখানে স্থানীয় জনসংখ্যা সঙ্কুচিত হচ্ছে। এদিকে অভিবাসীদের সংখ্যা অর্থনৈতিক সংকট, মহামারি, আঞ্চলিক বৈষম্য এবং আইনি বাধার ফলে আর বাড়ছে না," এমনই বলেন সমাজবিজ্ঞানী লিকাটা।
ইটালিতে নাগরিকত্ব সংস্কার প্রবর্তন নিয়ে বিতর্ক চলছে। এর ফলে যে বিদেশি অভিবাসীদের সন্তান এখানে জন্মেছে কিংবা ইটালিতে আসার সময় যাদের বয়স ১২ বছরের কম ছিল তারা ইটালির নাগরিকত্ব পাবে। তবে সেক্ষেত্রে শর্ত হল, আইনত কোনো বাধা ছাড়া তারা ইটালিতে এসেছে এটা দেখাতে হবে এবং কমপক্ষে পাঁচ বছর নিয়মিত স্কুলে যেতে হবে।
মহামারি চলাকালীন দেশ ছাড়া
সম্মেলনে প্রকাশিত তথ্য অনুসারে, ২০২১ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত বিদেশে ছিলেন ৫৬ লাখ ৫২ হাজার ৮০ জন ইটালির নাগরিক। যা, ইটালিতে বসবাসকারী পাঁচ কোটি ৯২ লাখ ইটালীয়দের নয় দশমিক পাঁচ শতাংশ।
গত এক বছরে বিদেশে বসবাস বেছে নেওয়া ইটালির নাগরিকদের সংখ্যা তিন শতাংশ বেড়েছেকরোনা চলাকালীন সময়ে ইটালির নাগরিকদের বিদেশে চলে যাওয়া অবশ্য কম ছিল।
মাইগ্রেন্টস ফাউন্ডেশন বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এক লাখ নয় হাজার ৫২৮ জন ইটালির নাগরিক বিদেশে গিয়েছেন, যা ২০১৯ সালের তুলনায় ২১ হাজার ৪০৮ জন ৷
আরকেসি/এআই (আনসা)