ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা হিসেবে পরিচিত (ইউরোপোল)। ছবি: ইমাগো
ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা হিসেবে পরিচিত (ইউরোপোল)। ছবি: ইমাগো

ইউরোপোল ১১ জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে। ওই পাচারকারীরা একাধিক ব্যক্তিকে বেলারুশ হয়ে ইইউর দেশগুলিতে নিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ। ইউরোপোল এই চক্র ভাঙতে সফল হয়েছে। ইউরোপোলের অনুমান, এই চক্রে জড়িত পাচারকারীরা এইভাবে প্রায় ৭০ লাখ ইউরো আয় করেছে।

এস্তোনিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড এবং ব্রিটেনের তদন্তকারীরা চোরাচালান চক্রের পাণ্ডাদের খোঁজে আন্তঃসীমান্ত অভিযানে চালায়। ইউরোপোল বলেছে, সন্দেহভাজন পাচারকারীদের মধ্যে সিরিয়া এবং তুর্কির নাগরিক রয়েছে। এদের গ্রেপ্তার করেছে পুলিশ। ইরাকের একদল নাগরিককে বাগদাদ থেকে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে নিয়ে আসার ব্যবস্থা করেছিল তারা।

ইউরোপোল অভিযানে ১০ জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে পোল্যান্ড থেকে। যুক্তরাজ্য থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপোল জানিয়েছে, জার্মানি একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে পাচারচক্রের একজন পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, পোল্যান্ডে তল্লাশির সময় মানবপাচার সংক্রান্ত একাধিক প্রমাণ পেয়েছে তারা। এর মধ্যে টাকা লেনদেনের রসিদ এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে। তল্লাশির সময় নগদ টাকাও জব্দ করেছে পুলিশ।

কোটিপতি চোরাচালানকারী

পাচারচক্রের মাধ্যমে ইইউতে প্রবেশ করা অভিবাসীরা মাথা পিছু ১০ হাজার থেকে ১৩ হাজার ইউরো দিতে বাধ্য হতেন বলে জানিয়েছে ইউরোপোল। বেলারুশ হয়ে জার্মানিতে পৌঁছানো তাদের মূল উদ্দেশ্য ছিল।

ইউরোপোলের অনুমান, পাচারকারীরা কম পক্ষে এইভাবে ৭০ লাখ ইউরো আয় করেছে।

গত গ্রীষ্মে, হাজার হাজার অভিবাসী বেলারুশ হয়ে ইইউ-এর বহির্সীমানায় পৌঁছেছিল। প্রায় সব ক্ষেত্রেই পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার সীমান্ত কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়েছে। ইউরোপোল জানিয়েছে, কেউ কেউ অনিয়মিতভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল।

বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্লককে অস্থিতিশীল করার অভিযোগ জানিয়েছে ইইউ। ব্লকের অভিযোগ, পূর্ব ইউরোপের দেশটিতে নিষেধাজ্ঞা আরোপ করায় পাল্টা চাপ দিতে চাইছে তারা। ইচ্ছাকৃতভাবে ইইউতে অভিবাসীদের পাচারে সহায়তা করছে বেলারুশ কর্তৃপক্ষ।


আরকেসি/ কেএম 

 

অন্যান্য প্রতিবেদন