ইটালির  ফ্রিউলি-ভেনিজিয়া গিউলিয়ায় অঞ্চলে  ভ্যানে করে অভিবাসী পাচারের অভিযোগ৷ গ্রেপ্তার মানবপাচারকারী৷ ছবি: আর্কাইভ/আনসা/সিমোন মডুগনো
ইটালির ফ্রিউলি-ভেনিজিয়া গিউলিয়ায় অঞ্চলে ভ্যানে করে অভিবাসী পাচারের অভিযোগ৷ গ্রেপ্তার মানবপাচারকারী৷ ছবি: আর্কাইভ/আনসা/সিমোন মডুগনো

ইটালির নিরাপত্তা বাহিনী দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ফ্রিউলি-ভেনিজিয়া গিউলিয়ায় দুটি পৃথক অভিযানে দুই জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে৷ সন্দেহভাজনদের একজন সিরীয় নাগরিক যিনি ৩৪ জন অভিবাসীকে গাড়ি চালিয়ে নিয়ে আসছিলেন৷ অপরজন পাকিস্তানি নাগরিক যিনি নিজের দেশের এক ব্যক্তির সঙ্গে ভ্রমণ করছিলেন৷ ওই ব্যক্তির কাছে কোনো নথি ছিল না৷

ইটালির কারাবিনিয়েরি দুটি পৃথক অভিযানে নথিবিহীন অভিবাসনে সহায়তা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ কারাবিনিয়েরি হল সামরিক মর্যাদা রয়েছে এমন পুলিশ বাহিনী যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ীভাবে নিযুক্ত৷ 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন জার্মানিতে বসবাসকারী ২২ বছর বয়সি সিরীয় নাগরিক৷ শনিবার (১৬ জুলাই) পন্টেবা (উত্তর-পূর্ব ইতালি) এর পাসো প্রমোলো সীমান্ত পেরোনোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ তিনি ভ্যান চালিয়ে আসছিলেন৷ সেটিতে অস্ট্রিয়ার লাইসেন্স প্লেট লাগানো ছিল৷ 

পুলিশ জানিয়েছে, একটি চেকপয়েন্ট এড়িয়ে এগিয়ে যায় ভ্যানটি৷ ভ্যানে ৩৪ জন আরোহী ছিলেন৷ এরা সবাই প্রাপ্তবয়স্ক৷ একাধিক দেশের নাগরিকেরা ছিলেন সেখানে৷ তা দেখে ভ্যানটিকে অনুসরণ করে পুলিশ৷ অভিবাসীদের নামিয়ে পালিয়ে যাওয়ার আগে ভ্যান আটকানো হয়৷ অভিবাসীদের কারো কাছে কোনো নথি ছিল না৷ তাদের ফ্রিউলি অঞ্চলের অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে৷

দুই জনই জার্মানির বাসিন্দা, লাইসেন্সপ্লেট অস্ট্রিয়ার

পুলিশ এর আগে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করেছিল৷ নথিবিহীন অভিবাসনে সহায়তা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে৷ ৩৪ বছর বয়সি এই সন্দেহভাজনও জার্মানির বাসিন্দা৷ তার গাড়ির নাম্বার প্লেট অস্ট্রিয়ার৷ পন্টেব্বা পৌরসভার সান লিওপোল্ডোর এ/২৩ হাইওয়ে থেকে বেরোনোর সময় তার গাড়িটি আটকানো হয়৷

গাড়িতে ছিলেন ৪৪ বছর বয়সি পাকিস্তানি নাগরিক৷ সেই ব্যক্তির কোনো নথি ছিল না৷ তাকে অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ গাড়িটি জব্দ করে পুলিশ৷ সিরীয় গাড়িচালককে ট্রিয়েস্টে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে৷ পাকিস্তানি ব্যক্তিকে ভিসেঞ্জার একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল৷

বলকান রুটে অভিবাসন বেড়েছে

পুলিশ জানিয়েছে, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বলকান রুটে নজরদারি চালায় তারা৷ ইইউ সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্স বলছে, ২০২২ সালের প্রথমদিকে বলকান রুটে অভিবাসীদের আগমন বেড়েছে৷ ২০২১ সালের একই সময়ের তুলনায় (জুন পর্যন্ত) ইইউতে অনথিভুক্ত প্রবেশ ৮৪ শতাংশ বেড়ে এক লাখ ১৪ হাজার ৭২০-তে এসে দাঁড়িয়েছে৷

বলকান রুট দিয়ে অর্ধেক সংখ্যক অনিয়মিত প্রবেশ ঘটেছে (৫৫ হাজার ৩২১ জন)৷ এটি গত বছরের প্রথম ছয় মাসে মোট অনিয়মিত প্রবেশের প্রায় তিনগুণ৷

ইইউ সংস্থার মতে, বলকান রুটে অনিয়মিত প্রবেশ বেড়েছে৷ মূলত সিরীয়, আফগান এবং তুরস্কের নাগরিকেরা এই পথে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চান৷


আরকেসি/কেএম (আনসা)

 

অন্যান্য প্রতিবেদন