একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে জার্মান কোম্পানিগুলো ইউক্রেনীয় কর্মী নিয়োগের ব্যাপারে আশাবাদী। রুশ আগ্রাসনের ফলে ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য দক্ষ কর্মী। তবে অদক্ষ কর্মী, প্রশিক্ষণ নিচ্ছেন এমন ব্যক্তি এবং জার্মান ভাষার দক্ষতা নেই এমন ব্যক্তির কাজ পাওয়া কঠিন।
মিউনিখের ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ (আইএফও) সম্প্রতি একটি সমীক্ষা করেছে। সেটি বলছে, কর্মদক্ষ ইউক্রেনীয় শরণার্থীরা জার্মান শ্রমবাজারে ভালো কাজের সুযোগ পাবেন।
ব্যক্তিগত পরিষেবা প্রদানকারী জার্মান সংস্থা ব়্যান্ডস্ট্যাডের সহযোগিতায় এই সমীক্ষা করা হয়েছে। মে মাসে প্রায় হাজারটি কর্মী বিভাগ নিয়ে এই সমীক্ষা করেছে তারা৷
সমীক্ষা অনুসারে, জার্মানির এইচআর ম্যানেজারদের ৪০ শতাংশ বিশ্বাস করেন যে ইউক্রেনের দক্ষ কর্মীরা জার্মান কোম্পানিতে চাকরি খুঁজে পেতে পারেন।
১৮ জুলাই (মঙ্গলবার) রিসার্চ ইনস্টিটিউটের (আইএফও) প্রেসবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইএফও-র বিশেষজ্ঞ জুলিয়া ফ্রয়েডিং বলেছেন, "কোম্পানিরাও এই পরিস্থিতিকে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণের একটা সুযোগ হিসাবে দেখছে।"
তার কথায়, "বিশেষ করে উৎপাদনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো যোগ্য কর্মী নিয়োগের সম্ভাবনা দেখছে।"
জার্মান কোম্পানিগুলি বলছে যে ভাষার দক্ষতা একটা বড় বাধা।
সমীক্ষায় দেখা গিয়েছে, অদক্ষ কর্মী এবং প্রশিক্ষণরত ব্যক্তিদের জার্মান সংস্থায় নেয়া "আরো কঠিন" হতে পারে।
সমীক্ষার উত্তরদাতাদের মাত্র ৩০ শতাংশ বলছেন, তারা অদক্ষ কর্মীদের মধ্যে "সম্ভাবনা" দেখেন যেখানে ২৭ শতাংশ প্রশিক্ষণরতদের মধ্যে "সম্ভাবনা" দেখেন।
নিয়োগে বাধা আসবে, এমনটাই প্রত্যাশা করে সমীক্ষায় অংশ নেয়া ৫৬ শতাংশ কোম্পানি।
ফ্রয়েডিং বলেন, "জার্মান ভাষার দক্ষ কর্মীর অভাব প্রায়ই সমস্যায় ফেলে, বিশেষ করে বাণিজ্য সংক্রান্ত কাজে।"
সমীক্ষায় অংশ নেয়া বাণিজ্যসংস্থাগুলির ৮৬ শতাংশ ভাষা না জানার বিষয়টিকে বাধা হিসাবে দেখে। উত্পাদনকারী সংস্থাগুলির ৭৯ শতাংশ এ কথা মনে করে।
জার্মান কোম্পানিগুলির পাঁচ শতাংশ যোগ্যতার অভাবের কথা জানিয়েছে। ছয় শতাংশ আমলাতান্ত্রিক বাধার কথা উল্লেখ করেছে।
কাজ খুঁজতে নিবন্ধন ইউক্রেনীয় শরণার্থীদের
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে জার্মানিতে আট লাখ ৬৭ হাজার ইউক্রেনীয় রয়েছেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর থেকে ১১ মে পর্যন্ত জার্মানির সেন্ট্রাল রেজিস্টার অফ ফরেনার্সে নিবন্ধিত হয়েছেন সাত লাখ ২৭ হাজার ২০৫ জন। যার মধ্যে ৯৩ শতাংশ ইউক্রেনের নাগরিক। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জার্মানির ওয়েল্ট আম সোনটাগ সংবাদপত্র গত ১৪ মে জানিয়েছে, অনেক ইউক্রেনীয় ইউরোপীয় ইউনিয়নের নানা দেশে গিয়েছেন বা ইউক্রেনে ফিরে এসেছেন।
মূলত ইউক্রেনীয় শরণার্থীরা কাজের সন্ধানে অফিসে নিবন্ধন করেছেন। আর জুন মাসে জার্মানির শ্রম অফিস ক্রমবর্ধমান বেকারত্বের পরিসংখ্যান দিয়েছে।
জার্মানির শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল গত সপ্তাহে বলেছেন, প্রায় তিন লাখ ৬০ হাজার ইউক্রেনীয় এখন পর্যন্ত জার্মানির কল্যাণমূলক ব্যবস্থায় নিবন্ধিত হয়েছেন। এদের মধ্যে দুই লাখ ৬০ হাজার যোগ্য চাকরিপ্রার্থী৷
দেশের ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার আর্থিক ব্যয় মেটাতে জার্মানি চলতি বছরে অতিরিক্ত দুই হাজার ৪০০ কোটি ইউরো বরাদ্দ
আরকেসি/কেএম