(ফাইল ছবি) ২০২১ সালে ১০ হাজারেরও বেশি অপ্রাপ্তবস্ক অভিবাসী ইটালিতে প্রবেশ করেছে। ছবি: রয়টার্স
(ফাইল ছবি) ২০২১ সালে ১০ হাজারেরও বেশি অপ্রাপ্তবস্ক অভিবাসী ইটালিতে প্রবেশ করেছে। ছবি: রয়টার্স

২০১৬ সালে এক নাবালক অভিবাসীকে প্রাপ্তবয়স্কদের আশ্রয়শিবিরে রাখার অভিযোগে ইটালির তীব্র নিন্দা করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। আদালতের রায়ে ওই নাবালককে মোট সাড়ে ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে ইটালি।

প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্রে বেআইনিভাবে এই নাবালক আশ্রয়প্রার্থীকে রাখার দায়ে বৃহস্পতিবার (২১ জুলাই) ইটালির নিন্দা করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) । 

আবেদনকারী ওসানুউ দারবয়ে একজন গাম্বিয়ান নাগরিক৷ তিনি ১৯৯৯ সালে জন্মেছেন। ২০১৬ সালের জুন মাসে অস্থায়ী নৌকায় ইটালির সিসিলিতে এসেছিলেন ওসানুউ।

ইটালিতে আসার পর প্রথম তিন মাস তাকে অভিভাবকহীন নাবালকদের জন্য নির্ধারিত একটি কেন্দ্রে রাখা হলেও পরবর্তীতে প্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য নির্দিষ্ট ক্যাম্পে পাঠানো হয়। 

প্রাপ্তবয়স্কদের ক্যাম্পে প্রচুর ভিড় থাকায় সেখানে নাবালক হিসেবে পর্যাপ্ত যত্ন বা মানসিক সহায়তা পাননি ওসানুউ দারবয়ে ।



ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) এ একটি জরুরি আবেদনের প্রেক্ষিতে ওসানুউ দারবয়েকে অপ্রাপ্তবয়স্কদের কেন্দ্রে স্থানান্তর করতে বাধ্য হয় ইটালি কর্তৃপক্ষ। তবে ওসানুউ ইটালি আসার চার মাস পরে এই ব্যবস্থা করা হয়৷

“এই অগ্নিপরীক্ষা এড়ানো যেত”

একজন নাবালককে প্রাপ্তবয়স্কের ক্যাম্পে রাখার ফলে মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশনের ৩, ৪ এবং ১৩ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে ইটালি। 

ফলে সংশ্লিষ্ট অভিবাসীদের বিরদ্ধে অমানবিক বা অবমাননাকর আচরণ, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতি সম্মান এবং একটি কার্যকর প্রতিকারের আইন মেনে চলা হয়নি। 

ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) এর রায়ে, ভুক্তভোগী অভিবাসীকে মানসিক ক্ষতির জন্য সাড়ে সাত হাজার ইউরো এবং ব্যক্তিগত খরচ বাবদ চার হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে আদেশ দেয়া হয়েছে। ইটালি সরকার ওসানুউ দারবয়েকে সর্বমোট সাড়ে ১১ হাজার ইউরো বা সাড়ে ১১ লাখ টাকা দেবে। 

পড়ুন>> অভিবাসী নৌকা ডুবির ঘটনায় গ্রিসকে নিন্দা করল ইসিএইচআর

আদালতের রায়ে আরো বলা হয়, “চার মাসেরও বেশি সময় ধরে প্রাপ্তবয়স্কদের জন্য সংরক্ষিত অভ্যর্থনা কেন্দ্রে ওসাইনু ডারবোকে বন্দি রেখে তার ব্যক্তিগত অধিকার এবং তার বয়সি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন ও বেড়ে ওঠার অধিকার লঙ্ঘন করতে কেউ পারে না।” 

আদালতের পর্যবেক্ষণ বলছে, “এই অগ্নিপরীক্ষা এড়ানো যেত যদি তাকে একটি বিশেষায়িত কেন্দ্রে বা একটি আশ্রয়দাতা পরিবারের সঙ্গে রাখা হত।”

রায়ে ইউরোপের কাউন্সিলের বিচার বিভাগীয় এই শাখা, শিশুর সর্বোত্তম স্বার্থের প্রাথমিক গুরুত্ব এবং অভিভাবকহীন অভিবাসী শিশুদের জন্য প্রযোজ্য আইনের কথাও স্মরণ করিয়ে দিয়েছে।

২০২১ সালে ইটালিতে রেকর্ড সংখ্যক অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের আগমন ঘটেছে। পশ্চিম, উত্তর এবং সাব-সাহারান আফ্রিকা থেকে ১৮ বছরের কম বয়সি মোট ১৩ হাজার ২৩ তরুণ অভিবাসী ইটালির বিভিন্ন দ্বীপ ও উপদ্বীপের উপকূলে পৌঁছেছিল।

আরও পড়ুন>> "আশ্রয়ের অধিকার সীমিত করার" দায়ে হাঙ্গেরির বিরুদ্ধে আদালতে ইইউ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর তথ্য অনুসারে, এই নাবালক অভিবাসীদের বেশিরভাগই অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ। 



এমএইউ/আরকেসি































 

অন্যান্য প্রতিবেদন