নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলে একটি ট্রাক থেকেই ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ তাদের মধ্যে আছেন পাকিস্তান, ভারত ও সিরিয়ার নাগরিক৷
রোববার পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী শহর গেভগেলিয়াতে নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার ট্রাকটিতে তল্লাশি চালানো হয় এবং অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে তারা৷ তাদের সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি পুলিশ৷ বিবৃতি অনুযায়ী, ৪৪ বছর বয়সি ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনি৷
অভিবাসনপ্রত্যাশীরা অনিয়মিত উপায়ে গ্রিসে প্রবেশের পর নর্থ মেসিডোনিয়া হয়ে সার্বিয়া অভিমুখে যাচ্ছিলেন বলে জানা গেছে৷ সেখান থেকে ধনী ইউরোপীয় দেশগুলো তাদের কাঙ্খিত গন্তব্য৷
বার্তা সংস্থা এপি জানিয়েছে, উদ্ধারকৃতদের গেভগেলিয়াতে রাখা হয়েছে৷ সেখান থেকে তাদের গ্রিসে ফেরত পাঠানো হবে৷
অন্যদিকে ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মানব পাচারে অভিযোগ আনা হবে৷ প্রমাণ হলে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷
নর্থ মেসিডোনিয়ায় সচরাচরই অভিবাসী বোঝাই এমন ট্রাক আটকের ঘটনা ঘটছে৷ গত মাসে একটি ট্রাক থেকে ২৪ অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ৷ অভিবাসীদের সাথে থাকা দুই সন্দেহভাজন স্থানীয় পাচারকারীকেও আটক করেছে পুলিশ৷
এফএস/এসিবি (এপি)