ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে আগত অভিবাসীদের জন্য টিউনিশিয়া একটি জনপ্রিয় ট্রানজিট দেশ৷ দেশটিতে অবস্থানরত অনিয়মিত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের চিকিৎসাসেবা দিতে রাজধানী টিউনিশে একটি স্বাস্থ্যকেন্দ্র চালু করেছে অভিবাসন সংস্থা মেদসাঁ দ্যু মোন্দ বেলজিয়াম৷
২০ জুলাই টিউনিশিয়ার রাজধানী টিউনিশে একটি চিকিৎসা সেবাকেন্দ্র চালু করেছে স্বাস্থ্যসেবাদানকারী বেসরকারি সংস্থা মেদসাঁ দ্যু মোন্দ বেলজিয়াম৷
নতুন এই কেন্দ্রটিতে টিউনিশে অবস্থানরত অভিবাসী, শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা একজন ডাক্তার, একজন মনোবিজ্ঞানী এবং শিশু বিশেষজ্ঞের কাছ থেকে বিনামূল্যে সেবা পাবেন৷
টিউনিশিয়ায় অবস্থান করা আশ্রয়প্রার্থী এবং অনিশ্চিত পরিস্থিতিতে থাকা অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত কঠিন৷ এই পরিস্থিতিতে তাদের প্রাথমিক আশ্রয়, সেবা এবং অভিযোজন (সিএএসও) নামক কেন্দ্রটি চালু করা হয়েছে৷
পড়ুন>>ইউক্রেন যুদ্ধ ইউরোপে অভিবাসন সংকট বৃদ্ধি করবে: ফ্রন্টেক্স
রাজধানী টিউনিশের উত্তর-পূর্বে অবস্থিত লা গুলেট এলাকায় একটি ভবন থেকে কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করা হবে৷ ভবনটি স্থানীয় নগর কর্তৃপক্ষ থেকে নেয়া এবং এর পরিচালনার দায়িত্বে আছে বেলজিয়াম থেকে পরিচালিত এনজিও মেদসাঁ দ্যু মোন্দ
যা রয়েছে নতুন কেন্দ্রটিতে
নতুন স্বাস্থ্যকেন্দ্রটির প্রবেশমুখে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনা কক্ষ রয়েছে যেখানে কফি, চা, খাবারজল এবং ওয়াইফাই সংযোগ রাখা হয়েছে৷
পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য তিনটি করে আলাদা শৌচাগার ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে৷ এছাড়াও অভিবাসীদের কাপড় ধোয়া এবং শুকানোর জন্য একটি লন্ড্রি রুমও বরাদ্দ আছে৷
আরও পড়ুন>>ভূমধ্যসাগর: অভিবাসীদের মধ্যে শিশুসহ অনেকেই নির্যাতনের শিকার
এই কেন্দ্রে আসা দর্শনার্থীরা সার্বক্ষণিক দায়িত্বে থাকা একজন নার্স এবং একজন সমাজকর্মীর সাথে যোগাযোগ করে পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করতে পারবেন৷

মেদসাঁ দ্যু মোন্দ বেলজিয়াম এর টিউনিশিয়া মিশনের সমন্বয়কারী ক্রিস্টেল লিওন বলেন, ‘‘প্রয়োজনের উপর নির্ভর করে একজন চিকিৎসক, একজন মনোবিজ্ঞানী এবং শিশুরোগ বিশেষজ্ঞ নিয়মিত পরামর্শ প্রদান করছেন৷’’
তিনি আরও যোগ করেন, ‘‘সহিংসতা ও পাচারের শিকার নারীদের আশ্রয় এবং চিকিৎসাসেবা দেয়ার জন্য আমাদের সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত৷ তাদের জন্য আমাদের কেন্দ্রটি একটি নিরাপদ স্থান৷ নারী এবং শিশুদের জন্য এখানে আলাদা অর্ভ্যর্থনা কক্ষ রয়েছে৷’’
পড়ুন>>ইটালিতে রেকর্ড সংখ্যক অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর প্রবেশ
সাম্প্রতিক বছরগুলিতে, অনেক অভিবাসী নারী এবং শিশুরাও টিউনিশিয়াকে ইউরোপে পৌঁছানোর ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করছেন৷ লিবিয়া থেকে পালানোর পর টিউনিশিয়ার উপকূলরক্ষীদের সহায়তায় সমুদ্র থেকে উদ্ধারের পর অনেকেই এই দেশে স্থায়ীভাবে অবস্থানের চেষ্টা করেন৷

অভিবাসীদের মতে, “লিবিয়ায় নির্যাতন, ধর্ষণ এবং সব ধরণের সহিংসতা থেকে বেঁচে আসা অনেক ব্যক্তিই টিউনিশিয়ায় নিরাপদ আবাস গড়ার আশায় থাকেন৷’’
এমএএইউ/এফএস