ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা আশ্রয়প্রার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে স্থানান্তরের লক্ষ্যে ‘প্রথম কার্যকর উদ্যোগকে’ স্বাগত জানিয়েছে ইটালি। দেশটির আশ্রয় কেন্দ্রগুলোতে ফরাসি এবং জার্মান কর্মকর্তাদের সফর এবং সম্ভাব্য আরও জার্মান সফরের ইঙ্গিতের পর এই ঘোষণা দিয়েছে ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লুক্সেমবুর্গে ১০ জুন ইইউ হোম অ্যাফেয়ার্স কাউন্সিলে ইউরোপে অভিবাসী স্থানান্তর নিয়ে অনুমোদিত রাজনৈতিক ঘোষণার বাস্তবায়নের প্রথম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইটালি।
এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বছরে প্রায় দশ হাজার অভিবাসীকে ইউরোপের বিভিন্ন দেশে কোটা ভিত্তিতে বন্টন করা হবে। তবে, এটি শুধুমাত্র সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করা অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে।
পড়ুন>> অভিবাসী হত্যা বন্ধ কবে, প্রশ্ন ইটালিতে
ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, নতুন ইইউ পরিকল্পনার আলোকে ফ্রান্সে স্থানান্তরিত হতে যাওয়া অভিবাসীদের প্রথম দল আসার আগে বিশদ যাচাই বাছাইয়ের জন্য ফরাসি কর্মকর্তারা ২৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ইটালির বারি অঞ্চলে অবস্থিত ‘চারা’ অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করেছেন।
আগস্টে জার্মান মিশন
রোম জানিয়েছে, ফরাসি সফরকারী দলের ন্যায় জার্মান কর্তৃপক্ষও আগস্টে অনুরূপ একটি মিশনের জন্য প্রস্তুত।
ইউরোপে সম্মিলিত অভিবাসী স্থানান্তর উদ্যোগে রয়েছে ১৮টি সদস্য রাষ্ট্র: বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের তিন সহযোগী দেশ নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইন।
পড়ুন>> গ্রিস থেকে ফ্রান্সে যাওয়ার পথে বাংলাদেশি অভিবাসীর মৃত্যু
চলতি বছরের ১০ জুন স্বাক্ষরিত এই রাজনৈতিক সমঝোতার প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্রান্স এবং জার্মানি ইতোমধ্যে ইটালিতে অবতরণ করা অভিবাসীদের নিয়ে আসতে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ আনুষ্ঠানিক করার দিকে এগিয়ে যাচ্ছে।
অভিবাসীদের স্থানান্তরে এই প্লাটফর্মটি মূলত ইউরোপীয় কমিশনের মাধ্যমেই তৈরি হয়েছে। যার ফলে ইইউ সদস্য রাষ্ট্র এবং ইইউ সহযোগী দেশগুলো অভিবাসীদের স্থানান্তরে দেয়া নিজেদের প্রতিশ্রুতি নিশ্চিত করে।
স্বাগত ইটালির
ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগেজ একটি সম্মিলিত স্থানান্তর ব্যবস্থা বাস্তবায়নের অগ্রগতির প্রশংসা করে বলেছেন, “আমি নিশ্চিত যে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথ গ্রহণ করেছে। যেমনটি গত কয়েক মাস ধরে ইউক্রেনের সশস্ত্র সংঘাতের কারণে সৃষ্ট জরুরি অবস্থার সময় দেখানো হয়েছে।
পড়ুন>> ভূমধ্যসাগরে উদ্ধার অভিযানে ইইউর সহায়তা আহ্বান
মন্ত্রী আরও বলেন, “ইউরোপীয় হোম অ্যাফেয়ার্স কাউন্সিলে গত ১০ জুন অনুমোদিত রাজনৈতিক ঘোষণাটি ইইউর জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ, প্রথমবারের মতো অভিবাসন ব্যবস্থাপনায় সংহতির নীতিতে ইইউ বহিঃসীমান্ত দিয়ে আসা অভিবাসীদের প্রধান্য দেয়া হয়েছে। ইইউ সদস্য রাষ্ট্রগুলোর বিশাল সীমান্ত এলাকা এই উদ্যোগে প্রভাবিত হবে।”
তিনি আরও যোগ করেন, ইটালির প্রস্তাবিত পুরো প্রকল্পে রাজি হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্বে থাক ফরাসি রাষ্ট্রপতি এবং ইইউ কমিশনকে ধন্যবাদ। ইটালিও ছাড়াও ভূমধ্যসাগরের তীরের দেশ সাইপ্রাস, গ্রিস, মাল্টা এবং স্পেনও প্রস্তাবগুলিকে সম্পূর্ণরূপে স্বাগত জানিয়েছে। এইভাবে প্রস্তাবিত অভিবাসন এবং আশ্রয় সংক্রান্ত ইউরোপীয় চুক্তি বাস্তবায়নের মতো জটিল বিষয়ের দিকে আলোচনা একধাপ এগিয়ে গেল।
আরও পড়ুন>>দক্ষিণ ইটালির শহরে বিদেশি শিশুদের নাগরিকত্ব
অভিবাসী স্থানান্তর নিয়ে ১০ জুনের রাজনৈতিক ঘোষণা ইউরোপে অভিবাসন প্রবাহের বন্টন ব্যবস্থাপনায় দায়িত্ব ও সংহতির মধ্যে সঠিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পথের সূচনা করবে, বলে মন্তব্য করেছেন মন্ত্রী।
এমএইউ/এআই (আনসা)