কাজ খোঁজার জন্য বিদেশিরা এখন পর্তুগালে ছয় মাস থাকার অনুমতি পাবেন৷ ছবি: Mario Cruz / Archive / EPA
কাজ খোঁজার জন্য বিদেশিরা এখন পর্তুগালে ছয় মাস থাকার অনুমতি পাবেন৷ ছবি: Mario Cruz / Archive / EPA

পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী সংকটে থাকা পর্তুগাল দেশটির অভিবাসী আইন সংস্কার করেছে৷ যার মাধ্যমে সেখানে অভিবাসীদের কাজে যোগ দেয়ার নিয়ম কানুন সহজ হয়েছে৷

দীর্ঘদিন ধরেই বিভিন্ন খাতে কর্মী সংকটে ভুগছে পর্তুগাল৷ অভিবাসীদের আরো কাজে যুক্ত হওয়ার সুযোগ দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে চায় সরকার৷ সেজন্য অভিবাসী আইনে আনা হলো পরিবর্তন৷ এই আইনের মূল লক্ষ্য পর্যটন, নির্মাণসহ কর্মী সংকট থাকা খাতগুলোতে বিদেশিদের সহজে কাজের সুযোগ দেয়া৷ পাশাপাশি প্রযুক্তি, শিল্প, পর্যটন, সাংবাদিকতা, যোগাযোগসহ বিভিন্ন খাতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অন্য দেশ থেকে কাজের সুযোগও রাখা হয়েছে আইনে৷

সাময়িক ভিসার মেয়াদ বাড়ছে

নতুন আইনে কাজের সন্ধানের জন্য সাময়িক ভিসার মেয়াদ ১২০ দিন থাকছে৷ প্রয়োজনে সেটি আরো ৬০ দিন বৃদ্ধি করা যাবে৷ অর্থাৎ কাজ খোঁজার জন্য বিদেশিরা দেশটিতে এখন ছয় মাস থাকার অনুমতি পাবেন৷

এছাড়া যারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিদেশ থেকে দেশটির কোনো খাতে কাজ করবেন তাদের জন্যেও আনুষ্ঠানিক সুবিধা রাখা হয়েছে৷ 

২১ জুলাই এই আইন পাশ করে দেশটির পার্লামেন্ট৷ সংখ্যাগরিষ্ঠ দল সোশ্যালিস্ট পার্টি এবং বিরোধী বামপন্থি দল উভয়ই আইনটির সমর্থন দিয়েছে৷ ৪ আগস্ট দেশটির রাষ্ট্রপতি সংশোধিত আইনের অনুমোদন দিয়েছে যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

পড়ুন: গ্রিসে জনশক্তি রপ্তানি চুক্তি: সম্ভাবনা আছে, আছে চ্যালেঞ্জ

‘পর্তুগালের অভিবাসী প্রয়োজন’ 

দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী আনা ক্যাটারিনা মেন্ডেস বলেছেন, ‘‘জনমিতি, অর্থনীতি ও সংস্কৃতির জন্য পর্তুগালের অভিবাসী প্রয়োজন৷’’

দেশটির পর্যটন খাত নতুন আইনে সবচেয়ে বেশি সুফল পাবে বলে আশা করা হচ্ছে৷ সাম্প্রতিক সময়ে এই খাতটিতে ব্যাপকভাবে কর্মী সংকট দেখা দিয়েছে৷ 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী কোভিডের কারণে যেসব দেশের পর্যটন খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে পর্তুগাল তৃতীয়৷ দেশটির সরকারি হিসাবে কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে পর্তুগালের অন্তত ৫০ হাজার অতিরিক্ত কর্মী প্রয়োজন৷ 

ওয়ার্ল্ড ট্রাভের অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শেষ নাগাদ দেশটির ভ্রমণ ও পর্যটন খাতে ৮৫ হাজার শ্রমিকের ঘাটতি থাকবে৷

অভিবাসী আসার জন্য বিভিন্ন নিয়ম কানুন সহজ করতে বেশ কিছুদিন ধরেই কাজ করে যাচ্ছে পর্তুগাল সরকার৷ এরইমধ্যে পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর মধ্যকার একটি চুক্তি অনুযায়ী ব্রাজিল এবং আফ্রিকায় অবস্থিত সাবেক পর্তুগিজ উপনিবেশ দেশগুলোর কর্মী ও শিক্ষার্থীদের পর্তুগালে যাতায়াতের বিশেষ সুবিধা দেয়া হয়েছে৷ 

শুধু পর্তুগাল নয় জার্মানি, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশই কর্মী সংকটে ভুগছে৷ সম্প্রতি অভিবাসীদের শ্রম বাজারে যুক্ত করতে এই সংক্রান্ত বিধি পরিবর্তন করেছে স্পেন

পড়ুন: স্পেনের সংশোধিত অভিবাসন আইনে যেসব সুবিধা

এফএস,এইআই (এএফপি, আনসা)

 

অন্যান্য প্রতিবেদন