ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির পর শুক্রবার ৪০ জনকে উদ্ধার করেছে স্প্যানিশ এনজিও ওপেন আর্মস৷ উদ্ধারকৃতরা সুদান ও ইরিত্রিয়ার নাগরিক বলে জানা গেছে৷
শুক্রবার স্প্যানিশ এনজিও ওপেন আর্মসের মানবিক উদ্ধার জাহাজ ‘অ্যাস্ট্রাল’ একটি নৌকডুবির পর চল্লিশ জনকে উদ্ধার করেছে৷
স্প্যানিশ দৈনিক এল পাইস এই উদ্ধার অভিযানের ছবি প্রকাশ করে জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীরা ইরিত্রিয়া এবং সুদানের নাগরিক৷ তাদের মধ্যে দুই শিশুও রয়েছে৷
ওপেন আর্মস জানিয়েছে, “ইটালির দ্বীপ লাম্পেদুসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে এই উদ্ধার অভিযান চালানো হয়৷ সমুদ্রের শক্তিশালী বাতাস ও বৈরি পরিবেশের মধ্যেই পুরো অভিযান পরিচালনা করা হয়েছে৷’’
সাগরের উত্তাল পরিস্থতি সত্ত্বেও উদ্ধারকৃত সব অভিবাসী নিরাপদ এবং সুস্থ রয়েছেন৷
ওপেন আর্মস টুইট করে জানিয়েছে, “প্রত্যেক অভিবাসীকে নিরাপদে ইটালীয় কোস্ট গার্ডের জাহাজে স্থানান্তর করা হয়েছে।”
বার্তা সংস্থা এপি’র তথ্য অনুসারে, “এনজিওগুলোর উদ্ধার অভিযানের পাশাপাশি ইটালীয় উপকূলরক্ষীরা সমুদ্রে লাইফগার্ড দল পাঠিয়েছিল৷’’’
এই ঘটনার আগের দিন, এনজিও সি-ওয়াচ-এর পর্যবেক্ষণ বিমান সি-বার্ড২ মাল্টার অনুসন্ধান এবং উদ্ধার অঞ্চলে নৌকাটিকে ভেসে যেতে দেখেছিল৷ সি-ওয়াচ তখনই কর্তৃপক্ষকে এই নৌকাটির বিষয়ে সতর্ক করেছিল৷ তবে কর্তৃপক্ষ এই সংবাদকে তেমন গুরুত্ব দেয় নি বলে অভিযোগ করেছে সি ওয়াচ৷
সি-ওয়াচ টুইটে লিখেছে, “যদি কোনো বেসামরিক উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে না থাকত, তাহলে এই মানুষগুলো ডুবে যেত৷’’
পড়ুন>>অভিবাসী স্থানান্তরের ‘কার্যকর’ উদ্যোগকে স্বাগত ইটালির
ওপেন আর্মসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “মাত্র কয়েক মিনিটের মধ্যে সবকিছু ঘটেছে৷ একবার চিন্তা করুন আমাদের জানার বাইরে কত নৌকাডুবির ঘটনা ঘটেছে?”
২০১৫ সাল থেকে স্প্যানিশ এনজিও ওপেন আর্মস নৌকডুবির পর ২৬ হাজার ৫০০ অভিবাসীকে উদ্ধার করেছে৷
মধ্য ভূমধ্যসাগর পৃথিবীর সবচেয়ে ভয়ংকর অভিবাসন পথ হিসেবে পরিচিত৷
পড়ুন>>স্বামী বা স্ত্রীর মৃত্যু নাগরিকত্ব অর্জনে বাধা নয়: ইটালির আদালত
আন্তজার্তিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, ইটালীয় কর্তৃপক্ষ এবং এনজিওগুলোর সমুদ্রে অসংখ্য উদ্ধার অভিযান সত্ত্বেও চলতি বছরের শুরু থেকে ৮২৮ জন প্রাণ হারিয়েছেন৷
এমএইউ/এফএস