টিউনিশিয়ার উপকূল থেকে ইটালির লাম্পেদুসার দুরত্ব ১৪০ কিলোমিটার৷ ছবি: ফ্লিকার
টিউনিশিয়ার উপকূল থেকে ইটালির লাম্পেদুসার দুরত্ব ১৪০ কিলোমিটার৷ ছবি: ফ্লিকার

ইউরোপের উদ্দেশে যাত্রা করা ৬৫০ জনের বেশি অভিবাসীকে সমুদ্রযাত্রায় বাধা বা বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে টিউনিশিয়া কর্তৃপক্ষ৷

শুক্র থেকে সোমবারের মধ্যে ৪৬টি ঘটনায় ৬৫৭ জনকে সমুদ্র পারপারে বাধা দেয়া বা উদ্ধার করার কথা জানিয়েছে টিউনিশিয়া কর্তৃপক্ষ৷ 

দেশটির দ্য ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, উপকূলরক্ষী বাহিনী রাতভর সমুদ্র পারাপারের ১০টি প্রচেষ্টা ভেস্তে দিয়ে ১৫৬ জনকে তীরে নিয়ে আসে৷ তাদের দুই তৃতীয়াংশ টিউনিশিয়ান এবং বাকিরা সাব-সাহারা আফ্রিকান দেশগুলোর৷ 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জেকরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, লিবিয়া থেকে যাত্রা করা ৪২ জন মিশরীয়কেও তারা টিউনিশিয়ার জল সীমানা থেকে উদ্ধার করেছে৷ নৌকাডুবির পর এই অভিবাসীরা একটি তেল স্থাপনায় আশ্রয় নিয়েছিল৷ 

এর আগে গত সপ্তাহে সমুদ্রে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০জন ডুবে যান বলে ধারণা করা হয়৷ ঐ ঘটনায় ২০ জনকে উদ্ধার করে কর্তৃপক্ষ৷ 

টিউনিশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের অভিযানে ১৫ সদস্যের একটি পরিবারকেও তারা মধ্য টিউনিশিয়ার হামামেট থেকে সমুদ্রযাত্রায় বাধা দিয়েছে৷ তাদের মধ্যে পাঁচজন নারী ও চার শিশুও ছিল৷  

তারা প্রায় ৫০ হাজার দিনার বা ১৫ লাখ টাকার বেশি খরচ করে একটি নৌকা, দুইটি মোটর এবং লাইফ জ্যাকেট ভাড়া করেন বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মোসাইক এফএম রেডিও৷ 

ন্যাশনাল গার্ড জানিয়েছে, শুক্রবার তারা উপকূলে ২২৫ জন অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্র পারাপারের চেষ্টায় বাধা দিয়েছে৷

টিউনিশিয়ার উপকূল থেকে ইটালির লাম্পেদুসার দুরত্ব ১৪০ কিলোমিটার৷ আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম যাত্রাস্থল টিউনিশিয়া ও লিবিয়া৷ সমুদ্র অপেক্ষাকৃত অনুকূল থাকায় গ্রীষ্ম ও বসন্তে দেশ দুইটির উপকূল থেকে সমুদ্র পাড়ি দেয়ার এই প্রবণতা বছরের অন্য সময়ের চেয়ে বেশি থাকে৷  

এফএস/কেএম (এএফপি)

 

অন্যান্য প্রতিবেদন