বেসরকারি সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্সের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস রোববার ভূমধ্যসাগর থেকে ১০৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে৷
ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত থামছে না৷ আবারও শতাধিক অভিবাসী, শরণার্থীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে একটি জাহাজ৷ ডক্টর্স উইদাউট বর্ডার্স জানিয়েছে রোববার তাদের জাহাজ জিও ব্যারেন্টস এই অভিবাসীদের উদ্ধার করে৷
সংস্থাটি জানায়, নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছার উদ্দেশ্যে এই অভিবাসনপ্রত্যাশীরা তুরস্ক থেকে যাত্রা করেছিলেন৷ যাত্রার পাঁচ দিন পর ঝূঁকিপূর্ণ অবস্থায় তারা সাগরে ভাসছিলেন৷ রোববার এক অভিযানে ভূমধ্যসাগরের ইটালি অঞ্চল থেকে তাদেরকে উদ্ধার করে সংস্থাটি৷
পড়ুন:ইটালিতে আট মাসে সাত হাজারের বেশি বাংলাদেশি
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া ও টিউনিশিয়া থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপের দেশ ইটালিতে পৌঁছার চেষ্টা করেন৷
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রায় ৫০ হাজার অভিবাসনপ্রত্যাশী ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিয়ে ইটালি পৌঁছেছেন৷
আরআর/এফএস (ডিপিএ)