স্পেনর দক্ষিণপূর্ব অঞ্চলের সমুদ্র সৈকত থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ উত্তর আফ্রিকার কোন দেশ থেকে তারা নৌকায় করে স্পেনে আসার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে৷
রবিবার থেকে সোমবারের মধ্যে মরদেহগুলোর সন্ধান পেয়েছে স্প্যানিশ পুলিশ৷ এক বিবৃতিতে দেশটির সিভিল গার্ড এই তথ্য জানিয়েছে৷ পুলিশের ধারণা মরদেহগুলো উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসনপ্রত্যাশীদের৷
এর আগে শনিবার একটি ডুবে যাওয়া নৌকার একজন জীবিত যাত্রীকে উদ্ধার করে৷ আলজেরিয়া থেকে যাত্রা নৌকাটিতে ১৫ জন অভিবাসী ছিলেন বলে জানিয়েছিলেন উদ্ধারকৃত যাত্রী৷
নিহত সাতজন একই নৌকার যাত্রী ছিলেন কীনা তা অনুসন্ধান করছে পুলিশ৷
প্রতি বছর উত্তর-পশ্চিম ও সাব-সাহারা আফ্রিকার দেশগুলো থেকে প্রচুর অভিবাসনপ্রত্যাশী উন্নত জীবন গড়ার স্বপ্নে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন৷ এই প্রচেষ্টায় অনেকেরই সলিল সমাধি হয়৷
এফএস/কেএম (এপি)