ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আশ্রয়প্রার্থী ভাগাভাগি করে নেয়ার নতুন প্রক্রিয়ার আওতায় ইটালি থেকে অভিবাসীদের একটি দলকে ফ্রান্সে স্থানান্তর করা হয়েছে৷ 'স্বেচ্ছা সংহতি প্রক্রিয়া’ নামের নতুন ব্যবস্থার আওতায় এটিই প্রথম এমন উদ্যোগ৷ এর আওতায় ইটালি থেকে অভিবাসী নিচ্ছে জার্মানিও৷
ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ৩৮ অভিবাসীর একটি দল ইটালি থেকে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করে৷ এই প্রক্রিয়ার আওতায় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ নিজেদের মধ্যে স্বেচ্ছায় আশ্রয়প্রার্থী ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছে৷ এরমধ্যে আছে ইটালি ও ফ্রান্সও৷
বার্তা সংস্থা আনসার দেয়া তথ্য অনুযায়ী, প্রক্রিয়াটির আওতায় ফ্রান্স প্রতিবছর অন্য দেশ থেকে তিন হাজার আশ্রয়প্রার্থী গ্রহণ করবে৷
গত সপ্তাহে ৩৮ আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে পাঠানোর আগে ইটালি কর্তৃপক্ষ তাদের পরিচিতিপত্র ও স্বাস্থ্য পরীক্ষা করে৷ ইইউ আশ্রয়প্রার্থনা সংস্থায় তাদের আন্তর্জাতিক সুরক্ষা আবেদন নিবন্ধন করা হয়৷ অন্যদিক ফরাসী কর্তৃপক্ষ তাদের প্রত্যেকের তথ্য যাচাই এবং সাক্ষাৎকার নেয়৷ এজন্য ২৮ জুলাই থেকে ২ আগস্ট ফ্রান্সের কর্মকর্তারা দক্ষিণ ইটালির বারিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে৷
স্থানান্তর প্রক্রিয়ায় সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম৷
পড়ুন: ইটালিতে আট মাসে সাত হাজারের বেশি বাংলাদেশি
প্রক্রিয়াটি কী?
জুনে ইউরোপীয় ইউনিয়নের ২১ সদস্য দেশ লুক্সেমবুর্গে এক বৈঠকে 'স্বেচ্ছা সংহতি প্রক্রিয়ায়’ অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়৷
চুক্তি অনুযায়ী যেসব দেশ ‘অভিবাসন স্রোতের কারণে সবচেয়ে বেশি বিপর্যন্ত’ সেসব দেশকে ‘শরণার্থী স্থানান্তর ও অর্থ’ দিয়ে সহায়তা করবে অন্যরা৷
এই প্রক্রিয়ার আওতায় মূলত ভূমধ্যসাগর (ইটালি ও গ্রিস) এবং আটলান্টিক (স্পেন) তীরবর্তী দেশগুলো বেশি সুবিধা পাবে৷
ইটালি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্রিয়াটির আওতায় প্রতি বছর ১০ হাজার জনকে স্থানান্তর করা হবে৷ এক্ষেত্রে ‘আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এবং বেশি ঝুঁকিতে আছেন এমন ব্যক্তিদের’ স্থানান্তরের জন্য বেছে নেয়া হবে বলে জানিয়েছেন তারা৷
চুক্তিতে সম্মত হওয়াদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের ১৮ সদস্য আছে৷ তারা হলো: বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জার্মানি, গ্রিস, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইটালি, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, রোমানিয়া৷
ইউইউ সদস্য নয় কিন্তু শেঙ্গেনভুক্ত তিনটি দেশের মধ্যে আছে নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশ্টেনস্টাইট৷
পড়ুন: ইটালিতে বসবাসের অনুমতিতে বাংলাদেশিরা চতুর্থ
জার্মানি বছরে নিবে সাড়ে তিন হাজার
প্রক্রিয়াটির আওতায় ফ্রান্সের পর প্রতি বছর সবচেয়ে বেশি আশ্রয়প্রার্থী নিবে ফ্রান্স৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা বছরে সাড়ে তিন হাজার জনকে অনান্য দেশ থেকে নিয়ে আসবেন৷ এই প্রক্রিয়া চালুর জন্য জার্মানির কর্মকর্তাদের একটি দল ইটালি সফরে যাওয়ার কথা রয়েছে৷
উল্লেখ্য, প্রতি বছর লিবিয়া ও টিউনিশিয়া থেকে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর তীরবর্তী দেশ ইটালিতে পৌঁছান৷ গত সপ্তাহে দেশটির সৈকতে এক হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আগমন ঘটেছে৷ ২০২১ সালে এক সংখ্যা ছিল ৬৭ হাজারের বেশি৷
এফএস/কেএম (আনসা)