(ফাইল ছবি) লেবাননের উত্তরের উপকূলীয় অঞ্চল ত্রিপোলির নিকটে চলতি বছরের ২৫ এপ্রিল তারিখে দেশটির নৌবাহিনীর একটি উদ্ধার অভিযান। ছবি: ইপিএ
(ফাইল ছবি) লেবাননের উত্তরের উপকূলীয় অঞ্চল ত্রিপোলির নিকটে চলতি বছরের ২৫ এপ্রিল তারিখে দেশটির নৌবাহিনীর একটি উদ্ধার অভিযান। ছবি: ইপিএ

লেবানন থেকে নৌকায় ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একদল লেবানীয় ও সিরীয় অভিবাসী এখন সমুদ্রে ভাসছেন৷ তাদের নৌকাটি বিকল হয়ে গেছে এবং সেটিতে পানি উঠছে বলে জানিয়েছেন অভিবাসীরা৷

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০জনকে বহনকারী নৌকাটি গ্রিক দ্বীপ ক্রিটের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি অংশে অবস্থান করছে। অভিবাসীরা জানিয়েছে, তাদের সাথে থাকা দুটি শিশু ইতিমধ্যে মারা গেছে। 

গত শুক্রবার একটি ছোট মাছ ধরার নৌকায় উত্তর লেবাননের ত্রিপোলি উপকূল থেকে ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করে প্রায় ৬০ জন সিরীয় এবং লেবানীয় নাগরিকের একটি দল। অভিবাসীদের এই দলটি বর্তমানে গ্রিক দ্বীপ ক্রিট থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভূমধ্যসাগরের একটি অংশে অবস্থান করছে। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, অভিবাসীরা স্যাটেলাইট ফোনে তাদের আত্মীয় এবং এনজিওগুলোকে জানিয়েছে তাদের সাথে থাকা দুটি ছোট শিশু মারা গেছে।

তারা আরও জানায়, তিন দিন আগে তাদের সাথে থাকা খাবার, পানীয় জল ও শিশু খাদ্য শেষ হয়ে গেছে এবং নৌকায় পানি প্রবেশ করা শুরু করছে।


সিরীয় অভিবাসীদের একজনের ভাই অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, “তারা বালতি দিয়ে নৌকায় ফুটো হওয়া পানি অপসারণের চেষ্টা করছে। তাদের পক্ষে এখন এটাই করা সম্ভব। এই মাছ ধরার নৌকাটি মূলত পাঁচ জনের ধারণক্ষমতা সম্পন্ন। যেখানে বর্তমানে ৬০ জন অভিবাসী অবস্থান করছে।”

পড়ুন>> বাংলাদেশি অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ভাসছে ওশান ভাইকিং

তিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন এবং অনেক অভিবাসীই তাদের পরিবারকে দুর্দশার কথা জানাতে চান না।

মাল্টা এবং ইটালি উপকূল

আটকে পড়া অভিবাসীরা বর্তমানে মাল্টা এবং ইটালি উপকূলের কাছে চলে যেতে যাচ্ছেন বলে জানা গেছে।

তাদের পরিবার এবং সমুদ্রে দুর্দশাগ্রস্ত অভিবাসীদের জন্য সক্রিয় নেটওয়ার্ক অ্যালার্ম ফোনের মতে, মাল্টা এখনও তাদের উপকূলে উদ্ধার অভিযানের অনুমোদন দেয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী আটকে পড়া অভিবাসীদের উদ্ধারের জন্য কোন বাণিজ্যিক কার্গো জাহাজকেও অনুমতি দেয়নি মাল্টা কর্তৃপক্ষ। 


লেবাননের উত্তরের ত্রিপোলি উপকূল থেকে যাত্রা করা নৌকাটি বর্তমানে গ্রিক দ্বীপ ক্রট পার হয়ে মাল্টা ও ইটালি উপকূলের দিকে যাত্রা করছে। ছবি: গুগল ম্যাপস
লেবাননের উত্তরের ত্রিপোলি উপকূল থেকে যাত্রা করা নৌকাটি বর্তমানে গ্রিক দ্বীপ ক্রট পার হয়ে মাল্টা ও ইটালি উপকূলের দিকে যাত্রা করছে। ছবি: গুগল ম্যাপস


অ্যালার্ম ফোন সোমবার টুইটারে জানায়,মঙ্গলবার ভোররাতে লিবিয়ার উপকূলের উত্তরে এবং ক্রিটের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জিপিএস ডেটা অনুসারে দুটি বাণিজ্যিক জাহাজ ভাসতে থাকা নৌকাটির কাছাকাছি ছিল। 

লেবাননের সংসদ সদস্য আশরাফ রিফিও ইটালি সরকার, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোমে অবস্থিত লেবাননের দূতাবাসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পড়ুন>>ইটালিতে আট মাসে সাত হাজারের বেশি বাংলাদেশি

তিনি টুইটারে বলেন, “মাল্টা এবং ইটালীয় উপকূলে একটি ভাঙা নৌকায় আটকে থাকা অভিবাসীদের দ্রুত উদ্ধারে উদ্যোগ নিতে আমরা লেবাননের বন্ধু দেশ ইটালির কাছে আবেদন জানাচ্ছি।”

দারিদ্র্য থেকে পালাচ্ছে মানুষ 

এদিকে, ফুটো হওয়া নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছে অভিবাসীদের পরিবারগুলো। 

পড়ুন>>‘লিবিয়ার পুলিশ আমাদের বাংলাদেশি দালালদের কাছে বিক্রি করে দেয়’

নৌকায় থাকা অভিবাসীদের একজন আত্নীয় জানান, “যখনই আমি তাদের ফোন করছি নৌকা থেকে বাচ্চাদের চিৎকার এবং কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমি জানি না কেন কোন সরকার এখনও পর্যন্ত তাদের উদ্ধারের জন্য ব্যবস্থা নিচ্ছে না। এই দরিদ্র মানুষগুলো তাদের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁঁচাতে শেষ চেষ্টা করছে এটাই কি তাদের অপরাধ?” 

লেবাননের জনসংখ্যা প্রায় ৬০ লাখ যার মধ্যে প্রায় ১০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। বর্তমানে প্রবল অর্থনৈতিক সংকটে দেশটির জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি দারিদ্র্যের মধ্যে রয়েছে।

পড়ুন>> ইইউর নতুন ব্যবস্থা: ইটালি থেকে আশ্রয়প্রার্থীরা যাচ্ছেন ফ্রান্স, জার্মানিতে

কয়েকটি নিরাপত্তা সংস্থার মতে, লেবাননের উপকূল থেকে অভিবাসীরা ক্রমবর্ধমান সংখ্যায় ছোট নৌকায় ইউরোপের দিকে রওনা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে লেবাননের নৌবাহিনীর সাথে সংঘর্ষের পর সমুদ্রপথে ইটালিতে অভিবাসনের চেষ্টাকারী কয়েক ডজন লেবানীয়, সিরীয় এবং ফিলিস্তিনিদের বহনকারী একটি নৌকা দেশটির ত্রিপোলি বন্দর থেকে পাঁচ কিলোমিটারেরও বেশি দূরে ডুবে যায়। সেই ঘটনায় বেশ কয়েকজন অভিবাসী প্রাণ হারান।


এমএইউ/এআই
























 

অন্যান্য প্রতিবেদন