রোমে অবস্থিত ইটালির সর্বোচ্চ আদালত। ছবি: আনসা
রোমে অবস্থিত ইটালির সর্বোচ্চ আদালত। ছবি: আনসা

ইটালির সর্বোচ্চ আদালত এক রায়ে জানিয়েছে, মানবিক কারণে ইটালিতে বসবাসরত অভিবাসীদের রেসিডেন্স পারমিট পেতে কোন স্থায়ী কাজের চুক্তির প্রয়োজন নেই। এক নাইজেরীয় অভিবাসীর আবেদন নিম্ন আদালত থেকে প্রত্যাখানের পর দায়ের করা আপিলের প্রেক্ষিতে এই রায় দেয় হাইকোর্ট।

একটি দীর্ঘমেয়াদী বা স্থায়ী কাজের চুক্তি না থাকায় ইটালিতে মানবিক বিবেচনায় অবস্থান করা নাইজেরীয় অভিবাসী প্যাট্রিক ডব্লিউ এর রেসিডেন্স পারমিটের আবেদন বাতিল করে স্থানীয় কর্তৃপক্ষ। সে সময় এই নাইজেরীয় ইটালীয় ভাষা শেখার কোর্সে অংশগ্রহণের পাশাপাশি একটি অস্থায়ী চাকরিতে যুক্ত ছিলেন। 

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে নিম্ন আদালতে গেলে আদালত কর্তৃপক্ষের সিদ্ধান্ত বহাল রাখে। অবশেষে রোমে অবস্থিত ইটালি হাইকোর্টে আপিল করলে নিম্ন আদালতের রায়কে বাতিল করে এই অভিবাসীকে ইটালিতে থাকার অনুমতি দেয়া হয়েছে।

পড়ুন>>অভিবাসী নৌকায় সিসিলিতে পৌঁছেছে ৩৮ বাংলাদেশি

রায়ে বলা হয়, মানবিক কারণে ইটালিতে বসবাসরত অভিবাসীদের রেসিডেন্ট পারমিট পেতে কোন স্থায়ী কাজের চুক্তির প্রয়োজন নেই। একজন অভিবাসী ইটালীয় সমাজে ‘ইন্টিগ্রেশন’ প্রমাণে ইটালীয় ভাষা শেখা এবং যেকোন মেয়াদের চাকরিতে নিযুক্ত হওয়া যথেষ্ট। 

মূলত ২০২১ সালের জানুয়ারি মাসে ইটালির ক্যাগলিয়ারি অঞ্চলের নিম্ন আদালত নাইজেরীয় অভিবাসী প্যাট্রিক ডব্লিউ এর রেসিডেন্স পারমিট প্রত্যাখ্যান করেছিল।

সে সময় ক্যাগলিয়ারির আদালত জানায়, ইটালীয় ভাষা শেখার ক্লাসে যোগদান করা এবং একটি নির্দিষ্ট মেয়াদী কাজের চুক্তি থাকা রেসিডেন্স পারমিট পেতে যথেষ্ট নয়। 

পড়ুন>> ইইউর নতুন ব্যবস্থা: ইটালি থেকে আশ্রয়প্রার্থীরা যাচ্ছেন ফ্রান্স, জার্মানিতে

সর্বশেষ, হাইকোর্টের রায়ে নাইজেরীয় অভিবাসীর দায়ের করা আপিল বহাল রেখে নিম্ন আদালতের রায় বাতিল করেছে।

উচ্চ আদালতের বিচারকরা বলেন,

অনেক ক্ষেত্রে একজন ইটালীয় নাগরিকের জন্যেও স্থায়ী কাজের চুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। অভিবাসীদের নিজেদেরকে ইটালীয় সমাজে সংহত করার অভিপ্রায়কে বিবেচনায় নেওয়া উচিত

বিচারকেরা আরও বলেন, “শুধুমাত্র একজন অভিবাসী স্থায়ী কর্মসংস্থানের মতো একক মানদণ্ড পূরণ করেছে কিনা তা দেখে সিদ্ধান্ত নেওয়া অনুচিত। যেকোন কাজ এবং ভাষা শেখার প্রশিক্ষণ নেওয়া ইটালিতে একজন অভিবাসীর ‘ইন্টিগ্রেশন’ চেষ্টার একটি বড় প্রমাণ।”

আপিলের শুনানিতে প্যাট্রিক ডব্লিউ আদালতে ইটালীয় ভাষার সনদ এবং অস্থায়ী কাজের চুক্তি প্রমাণ হিসেবে পেশ করেছিলেন।

তিনি আদালতকে বলেছিলেন, “আমি ২০১৮ সালে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। যদিও চুক্তিপত্রটি স্থায়ী নয়। পাশাপাশি আমি ইটালীয় ভাষার উপরও ভালো দক্ষতা অর্জন করেছি।” 

পড়ুন>> চুক্তিবিহীন কর্মীর খোঁজে ইটালির কৃষি খামারে অভিযান

এই রায়ের ফলে, ক্যাগলিয়ারি আদালত এখন প্যাট্রিক ডব্লিউ.কে থাকার অনুমতি দিতে বাধ্য থাকবে। পাশপাশি একই নিয়মের অধীনে থাকা সব অভিবাসীদের ক্ষেত্রে হাইকোর্টের এই আদেশ অনুসরণ করতে হবে।


এমএইউ/এআই


 

অন্যান্য প্রতিবেদন