(ফাইল ছবি)  ইটালি পুলিশের একটি গ্রেপ্তার অভিযান। ছবি:  Polizia di Stato/ফেসবুক
(ফাইল ছবি) ইটালি পুলিশের একটি গ্রেপ্তার অভিযান। ছবি: Polizia di Stato/ফেসবুক

ইটালীয় পুলিশ বুধবার জানিয়েছে, ব্যক্তিগত বিমান ব্যবহার করে তুরস্ক থেকে পশ্চিম ইউরোপে অভিবাসী পাচারের অভিযোগে রোম এবং ব্রাসেলস থেকে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। ইইউ’র দুই সংস্থা ইউরোপোল ও ইউরোজাস্টের যৌথ তদন্তের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্ক থেকে ইউরোপের বিভিন্ন দেশে ব্যক্তিগত বিমান করে অভিবাসী পাচারের অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক ও মানবপাচারে ব্যবহৃত দুটি ব্যক্তিগত বিমান জব্দ করা হয়েছে। 

ইটালি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বেলজিয়াম কর্তৃপক্ষের জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি অপরাধমূলক সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই চক্রটি অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে

পড়ুন>>মানবিক কারণে অবস্থানরতদের স্থায়ী কাজের চুক্তির প্রয়োজন নেই: ইটালি হাইকোর্ট

বিবৃতিতে ব্যাখ্যা করা হয়, অভিযুক্তরা যাত্রীদের তুরস্ক থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করা একটি ফ্লাইটের মাধ্যমে পাচার করার ব্যবস্থা করে। যাত্রাপথে ইউরোপের একটি বিমানবন্দরে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয় এবং সেখানেই মূলত অভিবাসীদের নামানো হয়। পাচারকারীরা যাত্রীদের ব্যক্তিগত বিমানে তুলতে ক্যারিবীয় দ্বীপ সেন্ট কিট্‌স ও নেভিসের ভুয়া কূটনৈতিক পাসপোর্ট সরবরাহ করে যাতে বিমানবন্দর কর্তৃপক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়। 

চুক্তি অনুযায়ী, ইউরোপীয় বিমানবন্দরে অবতরণ করার পরে অভিবাসীরা তাদের আসল পরিচয় ঘোষণা দিয়ে আশ্রয়ের জন্য আবেদন করার কৌশল নিয়ে থাকে। ব্যক্তিগত বিমানে চুক্তির ভিত্তিতে আসা বেশিরভাগ অভিবাসী কুর্দি এবং ইরাকি নাগরিক বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন>>ইটালিতে আট মাসে সাত হাজারের বেশি বাংলাদেশি

তদন্তকারীদের মতে, ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে ইটালি, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া এবং বেলজিয়ামে অনিয়মিত অভিবাসী নিয়ে পাঁচটি পৃথক ব্যক্তিগত বিমান অবতরণ করার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এভাবে আসতে প্রত্যেক অভিবাসী পাচারকারীদের জনপ্রতি প্রায় ১০ লাখ টাকা করে প্রদান করেছে।

মার্কিন কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল ও ইউরোজাস্টের যৌথ সহায়তায় পাঁচটি ইউরোপীয় দেশের পুলিশ বাহিনীর সম্মিলিত তদন্তের পরে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রোম কর্তৃপক্ষ ।

পড়ুন>>ইইউর নতুন ব্যবস্থা: ইটালি থেকে আশ্রয়প্রার্থীরা যাচ্ছেন ফ্রান্স, জার্মানিতে

ইটালির পুলিশ প্রধান কস্টান্টিনো স্কুডিয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আটককৃতদের মধ্যে তিনজনকে ইটালির রোম থেকে আটক করা হয়েছে। তাদের একজন ইটালীয় এবং দুই জন মিশরীয় নাগরিক। এছাড়া একজন মিশরীয় এবং একজন টিউনিশীয় নারীকে বেলজিয়ামের ব্রাসেলস থেকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন>>ইটালিতে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের সমাধান কী?

অভিযুক্ত আরও দুই সন্দেহভাজন ইটালি ও বেলজিয়ামে পলাতক রয়েছে। অভিযানের অংশ হিসাবে বেলজিয়াম পুলিশ চার লাখ ২৬ হাজার ইউরো বা চার কোটি ২৬ লাখ টাকা মূল্যের দুটি ব্যক্তিগত বিমানও জব্দ করেছে।


এমএইউ/এআই




 

অন্যান্য প্রতিবেদন