শ্রীলঙ্কা থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসগরে অবস্থিত ফরাসি প্রশাসনিক বিভাগ লা রেউনিওঁ তে বৃদ্ধি পেয়েছে শ্রীলঙ্কা থেকে আসা অভিবাসী আগমনের হার। ছবি: লা রেওনিওঁ প্রমিয়ের
শ্রীলঙ্কা থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসগরে অবস্থিত ফরাসি প্রশাসনিক বিভাগ লা রেউনিওঁ তে বৃদ্ধি পেয়েছে শ্রীলঙ্কা থেকে আসা অভিবাসী আগমনের হার। ছবি: লা রেওনিওঁ প্রমিয়ের

ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি ডিপার্টমেন্ট রেউনিওঁ দ্বীপের গণমাধ্যম সূত্রে বলা হয়েছে, একটি মাছ ধরার নৌকায় শিশুসহ মোট ৪৬ জন শ্রীলঙ্কান অভিবাসী দ্বীপের কাছাকাছি অবস্থান করছে৷ শুক্রবার দিনের মধ্যেই নৌকাটি রেওনিওঁ উপকূলে ভিড়ার করার কথা রয়েছে৷

রেওনিওঁ দ্বীপের গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি মাছ ধরার নৌকায় শিশুসহ ৪৬ জন শ্রীলঙ্কার অভিবাসী শুক্রবার দিনের বেলায় দ্বীপে আসার কথা রয়েছে৷

বৃহস্পতিবার সন্ধ্যায়, নৌকাটি মরিশাসের দক্ষিণে রেওনিওঁ আঞ্চলিক জলসীমা থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল৷ এরপর সেটি রেওনিওঁ উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল৷



স্থানীয় গণমাধ্যম ইনফো-রেওনিওঁ জানিয়েছে, ‘‘উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দ্বীপের রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সচল করা হয়েছে৷ ফরাসি নৌবাহিনী নৌকায় থাকা অভিবাসীদের উপকূলে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে৷’’

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে গত ৩১ জুলাই তারিখে একটি মাছ ধরার নৌকায় প্রথমবারের মতো রেওনিওঁ দ্বীপে এসেছিলেন ছয়জন শ্রীলঙ্কার নাগরিক

পড়ুন>>শ্রীলঙ্কা থেকে নৌকায় ‘রেউনিওঁ’ দ্বীপে ছয় অভিবাসী

পরবর্তীতে ২ থেকে ৩ আগস্ট, রাতে, অনিয়মিত পরিস্থিতিতে থাকা আরও ৭ জন শ্রীলঙ্কার নাগরিক আরেক ফরাসি ডিপার্টমেন্ট মায়োতে অবতরণ করেছিলেন৷ মায়োত ভারত মহাসাগরের মাদাগাস্কার এবং মোজাম্বিকের উত্তর অংশের মধ্যে অবস্থিত৷

তবে, মায়োতের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই (এলআইসি) নীতি অনুসারে, এই ৭ অভিবাসীকে সেপ্টেম্বরের শুরুতে মায়োত থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের মূল দেশে ফেরত পাঠানো হয়েছিল, তাদের সাথে সে সময় সীমান্ত পুলিশ কর্মকর্তারা ছিলেন৷

অপরদিকে, ৩১ শে জুলাই রেওনিওঁ দ্বীপে আসা পাঁচজন শ্রীলঙ্কার নাগরিককে অবশেষে দ্বীপে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার অনুমতি দিয়েছে দ্বীপের প্রশাসনিক আদালত৷

আরও পড়ুন>>‌‌উত্তর ফ্রান্সে আবারও পাচারকারীদের মধ্যে গোলাগুলি

উল্লেখ্য, লা রেউনিওঁ ও মায়োত ভারত মহাসাগরে মাদাগাস্কার দ্বীপের পূর্বে অবস্থিত দুটি আলাদা ফরাসি প্রশাসনিক কেন্দ্র৷ মূল ইউরোপীয় ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের দশটি উপনিবেশ আছে, যেগুলি বেশিরভাগই সাবেক ফরাসি সাম্রাজ্যের অংশ৷ এরকম দুটি ডিপার্টমেন্ট বা প্রশাসনিক অঞ্চল হলো লা রেউনিওঁ ও মায়োত৷

এমএইউ/আরআর




 

অন্যান্য প্রতিবেদন