(ফাইল ছবি) লিবিয়া উপকূলে একটি নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করে ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং। ছবি: এসওএস মেডিটেরানে
(ফাইল ছবি) লিবিয়া উপকূলে একটি নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করে ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং। ছবি: এসওএস মেডিটেরানে

লিবিয়ার বেনগাজি উপকূল থেকে যাত্রা করে ছয় দিন পর দক্ষিণ ইটালির সিসিলিতে পৌঁছেছেন ৪১ বাংলাদেশি অভিবাসী৷ আট মিটার লম্বা একটি নৌকায় লিবিয়া উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন বলে ইনফোমাইগ্রেন্টসকে জানান৷

১৩ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি উপকূল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করা ৪১ জন বাংলাদেশি অভিবাসী রোববার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দক্ষিণ ইটালির সিসিলির ক্যাপো পাসেরোর পোর্টোপালো বন্দরে এসে পৌঁছান। 

নৌকায় থাকা বেশ কয়েকজন অভিবাসী ইনফোমাইগ্রেন্টসকে এই তথ্য নিশ্চিত করেন। 

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ১৩ সেপ্টেম্বর একটি আট মিটার লম্বা নৌকায় বাংলাদেশি অভিবাসীরা যাত্রা শুরু করেন৷ তাদের সাথে প্রায় এক হাজার লিটার তেল থাকায় সাগরে জ্বালানি সংকট হয়নি৷ 

পড়ুন>>ইটালির নির্বাচন ঘিরে অভিবাসীবিরোধী প্রচারণা

তবে, ইটালি উপকূলে পৌঁছানোর আগে অভিবাসীরা সমুদ্রে অনেকগুলো বাণিজ্যিক ও বেসরকারি জাহাজের কাছে উদ্ধারের অনুরোধ করলেও তারা কেউ সাড়া দেয় নি। 

বেনগাজি উপকূল থেকে যাত্রার পাঁচদিন পার হলেও ইন্টারনেন্ট সংযোগ না থাকায় তাদের কোন সংবাদ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা৷ তাদের কেউ কেউ উদ্বিগ্ন হয়ে ইনফোমাইগ্রেন্টসের সাথে যোগাযোগ করেছিলেন৷ 

আরও পড়ুন>>ব্যক্তিগত বিমানে তুরস্ক থেকে ইউরোপে মানবপাচার

উদ্ধারের পর অভিবাসীরা জানান, সমুদ্রে কোন জাহাজ তাদেরকে উদ্ধার না করায় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দীর্ঘ সময় তারা মাঝ সমুদ্রে ভাসছিলেন। 

পরবর্তীতে যাত্রার এক পর্যায়ে তারা ইটালির সিসিলি উপকূলের কাছে পৌঁছালে ইটালির কোস্টগার্ডের একটি টহল বিমান নৌকার অবস্থান শনাক্ত করে৷ এরপর ৪১ অভিবাসীকে উদ্ধার করে স্থানীয় ক্যাপো পাসেরোর পোর্টোপালো বন্দরে নিয়ে আসে৷ 

অভিবাসীরা আরও জানান, পুরো যাত্রার সময় তাদের কাছে কোন লাইফ জ্যাকেট ছিল না৷ সেক্ষেত্রে নৌকা ডুবে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে পর্যাপ্ত তেল থাকায় তারা অপেক্ষাকৃত কম সমস্যার লুখোমুখি হয়েছেন বলে জানান৷

পড়ুন>>মানবিক কারণে অবস্থানরতদের স্থায়ী কাজের চুক্তির প্রয়োজন নেই: ইটালি হাইকোর্ট

সাম্প্রতিক মাসগুলোতে, লিবিয়ার ত্রিপোলি এবং জওয়ারা উপকূল ছাড়াও বেনগাজি উপকূল থেকে বেড়েছে বাংলাদেশি অভিবাসীদের ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা৷ তাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সিরিয়া হয়ে পাচারকারীদের মাধ্যমে লিবিয়ার বেনগাজিতে আসেন৷ 


এমএইউ/এফএস





 

অন্যান্য প্রতিবেদন