ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রস দেশটিতে অভিবাসন এমনভাবে নিয়ন্ত্রণ করতে চান, তা যেন দেশের কাজে লাগে৷ সোমবার ট্রাসের এক মুখপাত্র এ কথা বলেন৷
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান অভিবাসনের হার কমানোর পক্ষে৷
অন্যান্য মন্ত্রীরা শ্রম সংকট কমাতে কোন কোন খাতে বিদেশি শ্রমিকদের জন্য ভিসার শর্ত শিথিল করার পক্ষে মত দেন৷
‘‘প্রধানমন্ত্রী চান যেন অভিবাসনে আমাদের নিয়ন্ত্রণ বজায় থাকে,’’ বলেন ঐ মুখপাত্র৷
‘‘স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন,’’ যোগ করেন তিনি৷
আরও পড়ুন>>আরো অপরাধী ও অবৈধ অভিবাসীকে বিতাড়ন: যুক্তরাজ্য
এদিকে, সংসদের বিরোধী দল লেবার পার্টির নেতা কাইর স্টারমার শিগগিরই তার অর্থনৈথিক উন্নয়নের প্রস্তাব নিয়ে আসছেন৷ সেখানে তিনি বর্তমান অর্থনৈতিক ‘সংকট’ মোকাবেলায় কনজারভেটিভ পার্টির চেয়ে আরো অর্থ বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসতে পারেন৷
স্থানীয় গণমাধ্যম বলছে, তার প্রস্তাবে আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা- এসব বিষয় গুরুত্ব পাবে৷
পড়ুন>>উত্তর ফ্রান্সে মানবপাচার নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি
লেবার সরকারের প্রথম ১০০ দিনে বড় ও ছোট শহরগুলোতে ১০ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করা হবে বলে ঘোষণা দিতে পারেন স্টার্মার৷
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৭৪১জন ‘বিদেশি অপরাধীকে ফেরত পাঠিয়েছে লন্ডন৷ তাদের মধ্যে এক হাজার জনই আলবেনিয়ান৷
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অভিবাসন মোকাবিলা ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ রাখতে সরকারের নতুন অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে৷
জেডএ/কেএম