বুধবার নেদারল্যান্ডসের টের আপেলে আশ্রয় আবেদন কেন্দ্রের বাইরে অভিবাসী, শরণার্থীদের সারি৷ ছবি: ANP VINCENT JANNINK
বুধবার নেদারল্যান্ডসের টের আপেলে আশ্রয় আবেদন কেন্দ্রের বাইরে অভিবাসী, শরণার্থীদের সারি৷ ছবি: ANP VINCENT JANNINK

আশ্রয় আবেদন প্রক্রিয়ার বিশাল জটে পড়েছে নেদারল্যান্ডসে৷ আশ্রয় পাওয়ার সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আবেদনকারীর সংখ্যা দেশটিতে ২০১৫ সালের অভিবাসী সংকটের সময়কার পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে৷

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসে ২৯ হাজার ৪৬০টি আশ্রয় আবেদনের প্রক্রিয়া শেষ করতে পারেনি কর্তৃপক্ষ৷ ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়ের চেয়ে এই সংখ্যা মাত্র ১৮০টি কম৷ অথচ এই সময়ে নতুন আশ্রয় আবেদনের সংখ্যা সাত বছর আগের চেয়ে কম ছিল৷ আশ্রয় আবেদনের সিদ্ধান্ত দিতে দেরি হওয়ার কারণে দেশটিতে নানা অভিবাসন সংকট তৈরি হচ্ছে৷ 

আশ্রয় সিদ্ধান্তের জটের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অভিবাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো৷ ডাচ কাউন্সিল ফর রিফিউজিসের মুখপাত্র মার্টিন ফন দেয়ার লিন্ডেন সংবাদ মাধ্যম ইউরো নিউজকে বলেন, ‘‘কাগজে-কলমে নেদারল্যান্ডসের আশ্রয় প্রক্রিয়া বিদ্যুৎ গতির, যত্নশীল এবং দক্ষ হিসেবে ইউরোপীয় দেশগুলোর কাছে প্রশংসিত৷ কিন্তু কাঠামোগত ত্রুটির কারণে অভিবাসন সেবা দপ্তরকে ২০১৫ সালের পর খরচ আর কর্মী সংখ্যায় কাটছাট করতে হয়েছে৷ যে কারণে সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরুর জন্যেও দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেখানে এটা কয়েক সপ্তাহের ব্যাপার৷’’

দেশটিতে আশ্রয়প্রার্থীদের আবাসন সংকটের জন্য আশ্রয় আবেদনের ধীরগতিকে দায়ী করছে অভিবাসন সংগঠনগুলো৷ ছবি: Vincent Jannink/picture alliance
দেশটিতে আশ্রয়প্রার্থীদের আবাসন সংকটের জন্য আশ্রয় আবেদনের ধীরগতিকে দায়ী করছে অভিবাসন সংগঠনগুলো৷ ছবি: Vincent Jannink/picture alliance

তিনি বলেন, ২০১৮ সাল থেকেই তারা ডাচ সরকারকে আশ্রয় আবেদনের দীর্ঘ অপেক্ষা নিয়ে সতর্ক করে আসছিলেন৷ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হলেও কর্তৃপক্ষ সেসময় কার্যকরী ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তার৷

এদিকে আশ্রয়প্রার্থীদের দীর্ঘ অপেক্ষা এবং নতুন করে অভিবাসী আগমনের কারণে শিবিরগুলোতে কোনো জায়গা খালি নেই৷ মাথা গোঁজার ঠাই না পেয়ে দেশটির সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র টের আপেলের সামনে অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে৷ এমন পরিস্থিতিতে সম্প্রতি আমস্টারডাম কর্তৃপক্ষ অন্তত এক হাজার অভিবাসীকে জাহাজে রাখার একটি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে৷ অক্টোবর থেকে তাদের জায়গা দিতে এরইমধ্যে নির্দিষ্ট জাহাজ বন্দরে নোঙ্গর করেছে৷


পরিস্থিতির উন্নতিতে ডাচ সরকারের উপর অভিবাসন সংস্থাগুলোর বাইরেও বাড়ছে বিরোধী পক্ষের চাপ৷ তবে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, তারা অভিবাসীদের জরুরি আশ্রয় ও আবাসনের ব্যবস্থা করতে বাজেটে ৭৩ কোটি ইউরো বরাদ্দ দিতে সম্মত হয়েছেন৷ 

এফএস/এআই (ইউরো নিউজ)

 

অন্যান্য প্রতিবেদন