চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজার ৭৫১জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। ফাইল ফটো৷ সালভামেনতো মারিতিমো হুমানিতারিও৷
চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজার ৭৫১জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। ফাইল ফটো৷ সালভামেনতো মারিতিমো হুমানিতারিও৷

লিবিয়ার বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ তল্লাশির অনুমতির মেয়াদ এক বছর বাড়িয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক ভোটে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।

মানবপাচার হচ্ছে কিনা তা যাচাই করতে, অর্থাৎ লিবিয়া বিভিন্ন জাহাজ ও নৌকায় করে থেকে মানবপাচার ঠেকাতেই এমন পদক্ষেপ জাতিসংঘের।

আফ্রিকার বিভিন্ন দেশ, বিশেষ করে উত্তর আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন। অবৈধ পথে ঝুঁকিপূর্ণ এসব যাত্রা ঠেকাতে লিবিয়ার বিভিন্ন বন্দর ছেড়ে যাওয়া সন্দেহজনক জাহাজে তল্লাশি চালানোর প্রয়োজন পড়ে।

জাতিসংঘের এই প্রস্তাব অনুমোদনের ফলে ভূমধ্যসাগরে মানবপাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।  

তার আগে ২০১৫ সালে ভূমধ্যসাগরদিয়ে ঝুঁকিপুর্ণ অভিবাসন রোধে অপারেশন সোফিয়া নেমে একটি অভিযান পরিচালনা করে ইউরোপিয়ান ইউনিয়ন। কিন্তু ইটালির বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। ইটালি সরকারের দাবি, এমন অভিযানের ফলে অভিবাসনপ্রত্যাশীরা আরো বেশি সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজার ৭৫১জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।   

আর ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য বলছে, এই সময়ে তারা মোট এক হাজার ১২৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৫২হাজার ৫৩৭জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বা তাদের ইউরোপে প্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে।

আরআর/এসিবি (এপি)

 

অন্যান্য প্রতিবেদন