স্লোভাকিয়া সীমান্তে দিয়ে চেক প্রজাতন্ত্রে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি গাড়ি পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনা পতিত হলে পাঁচ শিশুসহ ২১ জন অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছেন৷
আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে৷
চেক প্রজাতন্ত্রের সংবাদমাধ্যম সিটিকে জানায়, প্রতিবেশি দেশ স্লোভাকিয়া থেকে ২৯ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি গাড়ি দেশটির উত্তর পশ্চিমঞ্চলীয় সীমান্ত দিয়ে চেক প্রজাতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করেছিল৷
সীমান্তে লানসহোট চেকপয়েন্টে চেক প্রজাতন্ত্রের দায়িত্বরত পুলিশ তাদের থামার নির্দেশ দিলে গাড়িটি পুলিশের নির্দেশ অমান্য করে৷ এরপর দায়িত্বরত পুলিশ গাড়িটিকে ধাওয়া করে৷
পড়ুন: বলকান রুট হয়ে অনিয়মিত অভিবাসন বন্ধে একজোট অস্ট্রিয়া-সুইজারল্যান্ড
চেক প্রজাতন্ত্রের সংবাদমাধ্যমের দাবি, এক পর্যায়ে চালক দেশটির ব্রেচওয়াভ শহরের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করে রাখা দুটি গাড়িকে ধাক্কা দেয়৷ গাড়ির ধাক্কায় একটি ট্রাফিক লাইটের খুঁটি এবং একটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়৷
অভিবাসনপ্রত্যাশীদের সবাই সিরিয়ার নাগরিক বলে ধারণা সংবাদমাধ্যমের৷
উল্লেখ্য, ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র দেশটির স্লোভাকিয়া সীমান্তে নতুন করে পাহারা বসিয়েছে৷ বলকান রুট ধরে অনিয়মিত পথে পশ্চিম ইউরোপে আসতে চাওয়া অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটি৷
আরআর/এআই (ডিপিএ)