হেগের একটি আদালত নেদারল্যান্ডসে শরণার্থীদের আশ্রয়কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতির নিন্দা জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে৷ ডাচ রিফিউজি কাউন্সিলের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এই আদেশ দিল আদালত৷
বৃহস্পতিবার, নেদারল্যান্ডসের হেগের একটি আদালত সরকারকে দেশটির বেশ কিছু অভিবাসী এবং আশ্রয় কেন্দ্রের গুরুতর সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে৷
ডাচ রিফিউজি কাউন্সিলের দায়ের করা একটি মামলায় প্রেক্ষিতে আদালত জানায়, ‘‘আশ্রয়প্রার্থীদের একটি মর্যাদাপূর্ণ উপায়ে গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে৷’’
আরও পড়ুন>>আমস্টারডামে ‘প্রমোদতরীতে’ থাকবেন আশ্রয়প্রার্থীরা
চলতি বছরের গ্রীষ্মে আবাসন সংকট ও অব্যবস্থাপনার কারণে নেদারল্যান্ডসে আসা আশ্রয়প্রার্থী ও শরণার্থীরা অমানবিক আচরণের শিকার হচ্ছেন দাবি করে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে দেশটির রিফিউজি কাউন্সিল৷ এর আগে তারা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে সময়সীমা বেধে দিয়েছিলে৷
প্রায় এক বছর ধরে নেদারল্যান্ডসের আশ্রয় অবকাঠামোগুলোতে আবাসন সংকট চলছে৷ এর ফলে দেশটিতে আসা হাজার হাজার আশ্রয়প্রার্থী ও শরণার্থীদেরকে বিভিন্ন অস্থায়ী তাঁবু, জিমনেসিয়াম এবং সরকারি হলগুলিতে রাত কাটাতে হয়েছে৷
পড়ুন>>শরণার্থী পাচারকারী চক্রের তথ্য উদ্ঘাটন
এটিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে নেদারল্যান্ডস কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে যায় এই অভিবাসন সংস্থা৷
গ্রোনিংজেনের কাছে অবস্থিত দেশটির টের অ্যাপেল আশ্রয় কেন্দ্রে একটি তিন মাস বয়সি শিশু মারা গিয়েছিল৷ পরিস্থিতি এটি এতটাই খারাপ ছিল যে এটি সেখানে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) থেকে স্বেচ্ছাসেবকদের একটি দলকে নিযুক্ত করা হয়েছিল৷
এমএসএফ প্রতিনিধিরা তখন মানবিক জরুরি অবস্থা সম্পর্কে সতর্ক করেছিলেন৷
আদালত জানিয়েছে, টের অ্যাপেল আশ্রয়কেন্দ্র আশ্রয়ের মৌলিক শর্তগুলোর ইউরোপীয় মান পূরণ করে না৷ এখানকার স্বাস্থ্য এবং স্যানিটারি সুবিধা অপর্যাপ্ত৷
আরও পড়ুন>>নেদারল্যান্ডসে আশ্রয়: সিদ্ধান্তের অপেক্ষায় ৩০ হাজার আবেদনকারী
আদালত দেশের আশ্রয় কেন্দ্রগুলোতে অবিলম্বে আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা, খাবার, পানীয় জল এবং স্বাস্থ্যকর স্যানিটারি সুবিধা নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে৷
বর্তমান পরিস্থিতির পরিবর্তনের জন্য আদালত জানায়, ‘‘সল্পতম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে৷’’
ডাচ কাউন্সিল ফর রিফিউজিস এর চেয়ারম্যান ফ্রাঙ্ক ক্যান্ডেল আদালতের সিদ্ধান্তকে ‘একটি পরিস্কার এবং প্রয়োজনীয় রায়’ বলে অভিহিত করেছেন৷
পড়ুন>>সন্তানের সঙ্গে বসবাসের অনুমতি ইস্যুতে অভিবাসী মায়ের পক্ষে ইইউ আদালত
তিনি আরও যোগ করেছেন, ‘‘এখনও আনন্দের সময় আসে নি৷ এটা দুঃখজনক যে মানবিক অভ্যর্থনা শর্তের মতো মৌলিক বিষয়ের জন্য আদালতের আদেশ প্রয়োজন হয়৷ যতক্ষণ আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু, জিম বা সরকারি হলের মেঝেতে ঘুমাতে হবে আমরা ততক্ষণ বিশ্রাম নেব না৷’’
তার মতে, ‘বর্তমানে প্রায় ১৮ হাজার অভিবাসী দেশটির আশ্রয়কেন্দ্রগুলোতে ‘ক্ষতিকারক অবস্থার’ শিকার হচ্ছেন৷
এমএইউ/আরআর