আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পৌঁছানোর ঘটনা প্রতিনিয়তই বাড়ছে৷ ফাইল ফটো: ইপিএ/ইয়োসে জেনা গৌলাও
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পৌঁছানোর ঘটনা প্রতিনিয়তই বাড়ছে৷ ফাইল ফটো: ইপিএ/ইয়োসে জেনা গৌলাও

ভূমধ্যসাগরে টিউনিশিয়ার মাহিদা উপকূল থেকে ১৫জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড৷

গত বুধবার ও বৃহস্পতিবার মৃতদেহগুলো তীরে ভেসে আসে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা৷ 

নিহতদের পরিচয় নিশ্চিত করতে ময়না তদন্ত চলছে বলে জানা গেছে৷ উদ্ধার হওয়া এই মৃতদেহগুলো বেশ কয়েকদিন ধরে সাগরের পানিতে ভাসছিল বলে ধারণা কোস্টগার্ডের৷ 

তবে কখন বা কোথা থেকে এসকল অভিবাসনপ্রত্যাশী যাত্রা করেছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷    

গত কয়েকমাসে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বেশ কয়েকটি নৌকা ভূমধ্যসাগরে দুর্ঘটনায় পড়ে৷ গত সেপ্টেম্বর মাসে ভূমধ্যসাগরে এক নৌকাডুবির ঘটনায় অন্তত আটজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ এ ঘটনায় এখনো ১৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন৷ টিউনিশিয়ার উপকূল থেকে নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইটালিতে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা৷

তার আগে গত এপ্রিল মাসে টিউনিশিয়ার স্ফাক্স শহরের নিকটবর্তী সমুদ্রে ১২০জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে গেলে অন্তত ২০ জন নিহত হন৷

পড়ুন: নতুন অভিবাসীদের নিয়ে জার্মানির ভাবনা কী?

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পৌঁছানোর ঘটনা প্রতিনিয়তই বাড়ছে৷

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এক লাখ ২৩ হাজার অভিবাসনপ্রত্যাশী ইটালিতে পৌঁছেছেন৷ ২০২০ সালে এই সংখ্যা ছিল ৯৫ হাজার৷   

১২২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

এদিকে ভূমধ্যসাগর থেকে গত বুধবার একশ ২২জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ডক্টর্স উইদাইট বর্ডার্সের উদ্ধারকারী জাহাজ জিও-ব্যারেন্টস৷

উদ্ধারকৃতদের মধ্যে ৯০জন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে৷ 


টুইটারে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, লিবিয়ার উপকূল থেকে একশ ২২জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌকা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে৷ যাত্রাপথে সাগরের প্রতিকূল আবহাওয়ায় নৌকাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসতে তাকে৷ এসময় নৌকা থেকে বিপদ সংকেত পাঠানো হলে ডক্টর্স উইদাইট বর্ডার্সের জাহাজ জিও-ব্যারেন্টস তাদের উদ্ধার করে৷

উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীকে কোনো বন্দরে নামানো হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷

আরআর/এসিবি (রয়টার্স,জিও-ব্যারেন্টস)




 

অন্যান্য প্রতিবেদন