এভ্রোস নদীর কাছ থেকে ৯২ অভিবাসীকে প্রায় নগ্ন অবস্থায় উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ৷ তুরস্ক তাদেরকে এই অবস্থায় গ্রিক সীমান্তে পাঠিয়েছে বলে বলে দাবি এথেন্সের৷ তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে আঙ্কারা৷ এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ৷
শনিবার গ্রিসের পুলিশ জানায়, শুক্রবার তারা সীমান্তবর্তী এভ্রোস নদীর তীরবর্তী এলাকায় ৯২ অভিবাসীর একটি দলের সন্ধান পেয়েছে৷ উদ্ধারের সময় এই অভিবাসীরা প্রায় নগ্ন অবস্থায় ছিলেন এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে৷ শনিবার তাদের ছবি দিয়ে টুইট করেন গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি৷ তার অভিযোগ, এই অভিবাসীদের এমন পরিস্থিতিতে জোরপূর্বক গ্রিক সীমান্তে পাঠিয়েছে তুরস্ক৷ তিনি এই ঘটনাকে ‘কলঙ্কজনক’ অভিহিত করে আঙ্কারার প্রতি তদন্তের আহ্বান জানিয়েছেন৷
যেভাবে উদ্ধার
ইইউ সীমান্তরীক্ষী বাহিনী ফ্রন্টেক্স জানিয়েছে, তারা অভিবাসীদের উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল৷ গ্রিসের নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রন্টেক্সের সহায়তায় এই অভিবাসীদের উদ্ধার করা হয়৷ শনিবার এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধারের সময় অভিবাসীদের গায়ে কোনো পোশাক বা সঙ্গে কোনো ব্যাগ ছিল না৷
অভিবাসীদের বরাত দিয়ে গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, তুর্কি কর্তৃপক্ষ তাদেরকে তিনটি নৌকায় এভ্রোসের গ্রিক সীমান্তে নিয়ে আসে৷ এরপর তাদেরকে সীমান্ত পারাপারে ডিঙ্গি নৌকায় ছেড়ে দেয় তারা৷ গ্রিক পুলিশের বিবৃতি অনুযায়ী, অভিবাসীদের কয়েকজন আহত অবস্থায় ছিলেন৷ উদ্ধারের পর পোশাক সরবরাহের পাশাপাশি তাদের প্রয়োজনীয় সেবা দেয়া হয়েছে৷
তুরস্কের অস্বীকার
এদিকে গ্রিসের দাবি অস্বীকার করেছে তুরস্ক৷ দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটাকলি শনিবার বলেছেন, তুরস্কের প্রতি মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ খুঁজে না পেয়ে এথেন্স নিজেদের নিষ্ঠুরতাকে আঙ্কারার বলে চাপিয়ে দিতে চাইছে৷ গ্রিক মন্ত্রী নোতিস মিতারাচির টুইটের জবাবে তিনি গ্রিসকে ‘কারসাজি ও প্রতারণা’ থামাতে বলেন৷
এর আগে গ্রিসের বিরুদ্ধে অভিবাসীদের পুশব্যাক বা জোরপূর্বক ফেরত পাঠানো এবং অমানবিক আচরণের অভিযোগ করে আসছিল আঙ্কারা৷ গ্রিসের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোরও৷ যা বরাবরই অস্বীকার করে আসছে এথেন্স৷
জাতিসংঘের উদ্বেগ
৯২ অভিবাসীকে নগ্ন উদ্ধারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ এক টুইটে সংস্থাটি বলেছে,‘‘গ্রিক-তুরস্ক সীমান্তে ৯২ জনকে কাপড় খুলে রাখা অবস্থায় উদ্ধারে খবর ও ছবিতে ইউএনএইচসিআর গভীরভাবে উদ্বিগ্ন৷’’
এই ঘটনার তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি৷ ‘‘আমরা এই ধরনের নিষ্ঠুর ও অপমানজনক আচরণের নিন্দা জানাই এবং এই ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানাই,’’ বলেছে ইউএনএইচসিআর৷
তুরস্ক-গ্রিস সীমান্তে দুই পক্ষেই পরিকল্পিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে বলে অভিযোগ বার্লিনভিত্তিক অধিকার সংস্থা মারে লিবেরাম৷ এই ধরনের ঘটনা বন্ধ না করে দুই সরকারের রেষারেষির সমালোচনা করেছে তারা৷
এফএস/আরকেসি