উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পুলিশ দুইজন সন্দেহভাজন মানরবপাচারকারীকে আটক করেছে৷ এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, এই দুই মানবপাচারকারী স্পেনের মেলিলা ছিটমহলে প্রবেশের পরিকল্পনা করছিলেন৷
এসময় তাদের কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট এবং সীমান্তে বেড়া ডিঙানোর হুক উদ্ধার করে৷
এই দুই সন্দেহভাজন মানবপাচারকারীকে আলজেরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়৷
মরক্কোর জাতীয় নিরাপত্তা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে অবৈধভাবে মরক্কো থেকে স্পেনের মেলিরা ছিটমহলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসার পরিকল্পনা এবং এ বিষয়ে প্রস্তুতির অভিযোগ রয়েছে৷
আটক এই দুই মানবপাচারকারী কাছ থেকে পুলিশ মোট ২৭৪টি লোহার হুক, বেশ কিছু পাসপোর্ট, বিদেশি টাকা, টাকা প্রেরণের রশিদ এবং ল্যাপটপ উদ্ধার করে৷
পড়ুন: অভিবাসনপ্রত্যাশীদের উপর নির্যাতন 'যুদ্ধাপরাধ' বিবেচনায় তদন্তের দাবি
অবৈধপথে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনসপ্রত্যাশীরা ভূমধ্যসাগরে মরক্কোর পাশে স্পেনের মেলিলায় নেওয়ার চেষ্টা করে থাকে৷
এসকল যাত্রায় একদল মানবপাচারকারী যুক্ত বলে বিভিন্ন সময়ে জানিয়েছে মরক্কো সরকার৷ মানবপাচারকারীদের ঠেকাতে মরক্কোর পুলিশ প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে৷ গত কয়েক মাসে দেশটির পুলিশ শেঙ্গেন ভিসা নকল করছে এমন এটি চক্রের সন্ধান পায়৷
আরআর/এডিকে (এএফপি)