গ্রিসের লেসবোস দ্বীপে মারধরের শিকার হওয়া তিনজন অভিবাসীকে হাত বাঁধা অবস্থায় এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফরাসি এনজিও এমএসএফ। অভিবাসীদের বরাত দিয়ে এমএসএফ জানিয়েছে, ডাক্তার এবং সাহায্য কর্মী পরিচয় দিয়ে একদল অজ্ঞাত ব্যক্তি অভিবাসীদের উপর হামলা চালায়।
চিকিৎসা সেবা প্রদানকারী আন্তর্জাতিক ফরাসি এনজিও এমএসএফ মঙ্গলবার জানিয়েছে, তাদের সদস্যরা ২০ অক্টোবর গ্রিক দ্বীপ লেসবোসে তিন ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় এবং চারজনকে আহত অবস্থায় খুঁজে পেয়েছে। তাদের সবাই উদ্ধারের আগে মারধরের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে এমএসএফ।
লেসবোস দ্বীপে এমএসএফের প্রকল্প সমন্বয়ক টিও ডি পিয়াজা বলেন, “ঘটনার দিন অভিবাসীদের একটি দল আমাদের কাছে জরুরি সহায়তা চায়। আমরা ঘটনাস্থলের কাছে পৌঁছানোর পর সেখানে মানুষের চিৎকার ও কান্নার শব্দ শুনতে পাই।”
আরও পড়ুন>>গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের বহিষ্কার অব্যাহত
তিনি আরও বলেন, “আমরা সেখানে ২২ জন ব্যক্তিকে কান্নারত অবস্থায় দেখতে পাই। নারী, শিশু এবং পুরুষ অভিবাসীদের সবাই অত্যন্ত ভীত অবস্থায় ছিল। তাদের মধ্যে তিনজন ব্যক্তির হাত প্লাস্টিকের ব্যান্ড দিয়ে বাঁধা ছিল এবং অন্য চারজন আহত অবস্থায় ছিলেন।”
অভিবাসীদের ভাষ্য অনুযায়ী এই কর্মকর্তা জানান, একদল লোক তাদের উপর আক্রমণ করেছিল যারা আমরা পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল।
সংগৃহীত সাক্ষ্য অনুযায়ী, সাত-আটজন লোক ডাক্তার ও চিকিৎসাকর্মী হওয়ার ভান করে এবং খাবার দেয়ার নামে অভিবাসীদের সাথে প্রতারণা করেছিল। পরে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।
পড়ুন>>ভুল স্বীকার করে পরিবর্তনের প্রতিশ্রুতি ফ্রন্টেক্সের
এমএসএফ কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানায় এবং আহত ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তর করতে সহায়তা করে। এছাড়া ঘটনার পরের দিনও অভিবাসী দলটিকে অনুসরণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এমএসএফ।
ডক্টরস উইদাউট বর্ডারস এর আগেও গ্রিসের লেসবোস ও সামোস দ্বীপে আসা অভিবাসীদের কাছ থেকে অনুরূপ সহিংসতার শিকার হওয়ার তথ্য পেয়েছিল।
আরও পড়ুন>>গ্রিস সীমান্তে ৯২ নগ্ন অভিবাসীকে উদ্ধার, দায় অস্বীকার তুরস্কের
এনজিওটি এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট থেকে এ পর্যন্ত গ্রিক দ্বীপ লেসবোস এবং সামোসে ২,২২৫ জন অভিবাসীকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করেছে ফরাসি এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস।
এমএইউ/এআই