ল্যাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মান্নিনো বলেন, উত্তর আফ্রিকা থেকে শত শত অভিবাসীর আগমন মোকাবেলা করতে করতে দ্বীপটি ‘প্রায় একা’ হয়ে পড়েছে৷
গত কয়েকদিনে ভূমধ্যসাগরের ছোট এই দ্বীপে শতাধিক অভিবাসী এসেছেন৷ দ্বীপের প্রধান অভ্যর্থনা কেন্দ্রটি ২৫০ জন থাকার জন্য তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে জনসংখ্যা মারাত্মক বেড়ে গিয়েছে৷ এখানে বর্তমানে হাজারটিরও বেশি বাড়ি রয়েছে৷
মেয়র ফিলিপ্পো মান্নিনো বলেন, অভিবাসন সমস্যাগুলি মোকাবেলায় কঠোর নিয়মের প্রয়োজন হলেও মানবিক পরিস্থিতি হারানো উচিত নয়৷
তার কথায়, ‘এদিকে, অভিবাসীরা দ্বীপে এসেই যাচ্ছেন৷ আমরা আপৎকালীন পদ্ধতিতে সবটা সামলাতে চেষ্টা করছি৷ কিন্তু অভিবাসী আগমন কাঠামোগতভাবে সামলানো উচিত, যেটা করা হচ্ছে না৷ ল্যাম্পেদুসাকে সবকিছু একা সামলাতে হয়৷ রীতিমতো একা হয়ে পড়েছে এই দ্বীপ৷’’
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)এর মতে, গত বছরের জানুয়ারি থেকে লিবিয়া বা টিউনিশিয়া থেকে ইটালি বা মাল্টা যাওয়ার পথে দুই হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে, যা আগের তুলনায় অনেক বেশি৷
এরই মাঝে ইটালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এনজিও উদ্ধারকারী জাহাজকে আর ইটালির আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না৷
বুধবার, বিক্ষোভকারীরা লিবিয়া এবং ইটালির মধ্যে একটি চুক্তির নবায়নের বিরুদ্ধে রোমে বিক্ষোভ দেখিয়েছে৷ এনজিওগুলি দীর্ঘদিন ধরে বলছে, লিবিয়ার এই আটক কেন্দ্রগুলিতে মানবাধিকার লঙ্ঘন করা হয়৷
আরকেসি/আরআর (ইউরো নিউজ)