রুশ আগ্রাসনের ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য মানুষ৷ সেই ইউক্রেনীয় শরণার্থীরা এখন যেন বিদেশেই থাকেন৷ শীতকালীন বিদ্যুৎ ঘাটতির শঙ্কায় এমন মন্তব্য করেছেন ইউক্রেনের এক মন্ত্রী৷
জ্বালানি অবকাঠামোর কথা উল্লেখ করে ইউক্রেনের মন্ত্রী এ কথা জানিয়েছেন৷ ইউক্রেনের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, যে
ইউক্রেনীয়রা বর্তমানে বিদেশে আশ্রয় নিচ্ছেন দেশে ফেরার আগে বসন্ত পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত৷
তার কথায়, ‘‘তারা এখন যেন দেশে না ফেরেন৷ এই শীতে আমাদের বাঁচতে হবে৷’’
১০ অক্টোবর থেকে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিয়েভ জানায়, এর ফলে বিদ্যুৎ ব্যবস্থার ৪০ ভাগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে৷
রাজধানী কিয়েভের একজন স্থানীয় কর্মকর্তা গত সপ্তাহে এ বিষয়ে সতর্ক করেছেন৷
বাসিন্দাদের সম্ভাব্য সংযোগ বিচ্ছিন্ন করার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে৷ এই ব্যবস্থা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে৷
ইউক্রেনে হামলার ফলে ইউরোপে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য মূল্যবৃদ্ধি হয়েই চলেছে৷ ইউক্রেন থেকে পালিয়ে আসা লক্ষাধিক শরণার্থী ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের পর ইউরোপে আশ্রয় চেয়েছিলেন৷
ভেরেশচুক মঙ্গলবার বলেছেন, ‘‘শরণার্থীরা ফিরতে শুরু করলে শীতকালে আর গ্রিড সিস্টেমকে রক্ষা করা যাবে না৷ পরিস্থিতি আরো খারাপ হবে৷ এখন ফেরার অর্থ, নিজের সন্তান এবং অসুস্থ আত্মীয়স্বজনকে আরো বিপদের মধ্যে ফেলা৷’’
আরকেসি/আরআর (রয়টার্স)