রিয়াচের সাবেক মেয়র মিমো লুকানোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলা একটি আপিল আদালতে বর্তমানে বিচারাধীন রয়েছে৷ শরণার্থী ও অভিবাসীদের আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল ইটালির ছোট্ট শহর রিয়াচে৷
পাবলিক প্রসিকিউটররা লুকানোর ১০ বছর এবং পাঁচ মাস কারাবাসের শাস্তি দাবি করেছেন৷ এটা অবশ্য একটি নিম্ন আদালতের ঘোষিত শাস্তির চেয়ে কম৷
ইটালির দক্ষিণের শহর ক্যালাব্রিয়ার একটি আপিল আদালতে বর্তমানে ডোমিনিকো মিম্মো লুকানোর মামলার বিচার চলছে৷ রিয়াচের একটি অভিবাসী অভ্যর্থনাকেন্দ্র ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ ইটালির অর্থনীতি বিষয়ক পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করেছিল৷ তার প্রেক্ষিতে মামলাটি করা হয়৷
আরও পড়ুন: অভিবাসন পরিসংখ্যান: ইটালি থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
লুকানোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অপরাধীদের সঙ্গে সখ্যতা, জালিয়াতি, আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করা৷ তবে তার আইনজীবী দাবি করেছেন, এসব অভিযোগ ঠিক নয়৷
২০০৪ সাল থেকে ২০১৮ সাল অবধি তিনি রিয়াচের মেয়র ছিলেন৷ দুর্নীতির অপরাধে একটি নিম্ন আদালত ইতেিমধ্যে লুকানোকে ১৩ বছর এবং দুই মাস কারাবাসের শাস্তি ঘোষণা করেছিল৷ তবে সেই রায় কার্যকর হয়নি৷
লুকানোর নেতৃত্বে শরণার্থী এবং অভিবাসীদের জন্য এক নিরাপদ আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল ইটালির রিয়াচে ৷
এআই/আরকেসি (আনসা)