ব্রিটিশ অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক | ছবি: পিকচার অ্যালায়েন্স
ব্রিটিশ অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক | ছবি: পিকচার অ্যালায়েন্স

ব্রিটিশ অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক মঙ্গলবার জানান, ‘অবৈধ অভিবাসন’ রোধ করতে তার সরকার আরো কঠোর উদ্যোগ নেবে৷ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের আগমনের হার রেকর্ড ছোঁয়ার পর একথা বলেন তিনি৷

বিবিসি রেডিওকে জেনরিক বলেন, ‘‘আমাদের এখন আরো কট্টর উপায়ের দিকে যেতে হবে যাতে নিশ্চিত করা যায় যে আমাদের আইনের যথোপযুক্ত ব্যবহার হচ্ছে, অর্থনৈতিক অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে এবং মানুষকে এভাবে যুক্তরাজ্যে আসায় বাধা দেয়া হচ্ছে৷’’

যুক্তরাজ্য অর্থনৈতিক অভিবাসীদের কাছে আকর্ষণীয় থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি৷ 

চলতি বছর ইতিমধ্যে ৪০ হাজারের মতো অভিবাসী বিপজ্জনকভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে৷ যুক্তরাজ্য সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গিয়েছে এই তথ্য৷ 

অভিবাসীদের এই বিপুল সংখ্যায় আগমনকে সম্প্রতি যুক্তরাজ্য ‘‘আক্রমণ’’ বলায় কড়া সমালোচনার মুখে পড়েন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান৷ 

তবে জেনরিক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন৷ তিনি বলেন, ‘‘বর্তমান সংকটের বিস্তৃত পরিধি বোঝাতে আক্রমণ শব্দটি ব্যবহার করা হয়েছে৷’’

আরও পড়ুন: ইউরোপে অনিয়মিত অভিবাসী প্রবেশ বেড়েছে ৭০%

জেনরিক এ সময় ইংল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কেন্টে অবস্থিত ম্যানস্টন অভিবাসীকেন্দ্রের দুর্বল পরিস্থিতির কথা স্বীকার করে নেন৷ সেখানে অভিবাসীরা ফ্লোরে ঘুমাতে বাধ্য হচ্ছেন৷ 

তিনি বলেন, ‘‘সমস্যা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছেন৷’’

ব্র্যাভারম্যান সোমবার জানান, তার সরকার প্রতিদিন অভিবাসীদের গৃহায়নে প্রায় আশি কোটি টাকা খরচ করছে৷ এসময় জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র থেকে অভিবাসীদের কমাতে হোটেল ব্যবহারের আইনি পরামর্শ উপেক্ষা করার অভিযোগ অস্বীকার করেন তিনি৷ 

তিনি বলেন, ‘‘আমি যে কাজটি করতে চাইনি, তা হচ্ছে কোথায় থাকবেন তা নিশ্চিত না হয়েই অকালে হাজার হাজার মানুষকে স্থানীয় সমাজে ছেড়ে দেয়া৷’’ 

এদিকে, রোববার আরো একটি অভিবাসনকেন্দ্রে অগ্নিবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে৷ ৬৬ বছর বয়সি মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি এই কাজ করার পর আত্মহত্যা করেন৷ 

ব্র্যাভারম্যান জানিয়েছেন যে সেই ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না৷ 

এআই/আরকেসি

 

অন্যান্য প্রতিবেদন