ফ্রান্সের সঙ্গে ইটালি সীমান্ত বরাবর অভিবাসী পাচারের অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ফ্রান্সের সীমান্তবর্তী আপার সুসা উপত্যকায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) উত্তর-পশ্চিম ইটালিতে ওই আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্ত পুলিশ। ফ্রান্স থেকে ইটালিতে সীমান্ত পারাপারে অভিবাসীদের সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের নজরে আসে সালবারত্রান্দ এলাকার জঙ্গলে কোনো যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন একদল বিদেশি নাগরিক। ওই আফগান নাগরিককে গ্রেপ্তারের সময় ছয়জন একটি বড় ট্রেলারের ভিতরে ছিলেন, অন্য নয়জন বাইরে অপেক্ষা করছিলেন।
পুলিশের ধারণা, কী ঘটছে তা জানতেন না ট্রেলারের চালকেরা। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে এবং সহায়তা করতে একটি সীমান্ত থানায় নিয়ে যাওয়া হয়। অনিয়মিত অভিবাসনে সহায়তা ও প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আফগান ওই নাগরিককে।
বারদোনেচিয়ায় এক বছরে ১৬৮ জন গ্রেপ্তার
ইটালির সীমান্ত পুলিশ জানিয়েছে, বারদোনেচিয়া সীমান্ত পুলিশ অনিয়মিত অভিবাসন রোধে তৎপর। চলতি বছরে ২০০ জনের নামে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। এ ছাড়াও ১৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বছরের ২৮ জুন থেকে ইটালি এবং ফ্রান্সের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব পেয়েছে এই পুলিশ কার্যালয়। ফ্রান্সে সীমান্ত পুলিশের সহযোগিতা এবং তথ্য বিনিময়ের একটি সিস্টেমের উপর ভিত্তি করে তারা কাজ করছে। ফ্রেজু, মঙ্গিনেভরো, মনচেনিসিও সহ পাহাড়ি এলাকায় যৌথ টহলদারি চালায় তারা।
আরকেসি/কেএম