ব্রিটেন নিজের অভিবাসন নীতির ব্যর্থতা ঢাকতে আলবেনীয়দের ‘বলির পাঁঠা’ বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বলকান দেশটির প্রধানমন্ত্রী এডি রামা৷ ব্রিটেনে আলবেনীয় আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়াকে কেন্দ্র করে ব্রিটিশ মন্ত্রীদের আপত্তিকর বক্তব্যের পর একথা বলেন তিনি৷
তিনি এধরনের দায় দেয়াকে ‘‘কাণ্ডজ্ঞানহীন’’ কাজ এবং ‘‘সহজ বাগাড়ম্বরপূর্ণ উক্তি’’ বলে আখ্যা দিয়েছেন৷
টুইটারে করা সিরিজ টুইটে রামা দাবি করেন, ব্রিটেনের অপরাধসংক্রান্ত বাগাড়ম্বরপূর্ণ উক্তি দিনের শেষে নিরীহদের সাজা দেবে, যাদের মধ্যে ব্যবসায়ী এবং কঠোর পরিশ্রমী আলবেনীয়রাও রয়েছেন যারা ব্রিটেনে কর প্রদান করেন৷
প্রসঙ্গত, ব্রিটিশ মন্ত্রীরা এর আগে দাবি করেন যে ছোট ছোট নৌকায় করে বিপুল সংখ্যক মানুষের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার পেছনে আলবেনীয়দের হাত রয়েছে এবং অনেক আলবেনীয় পরিকল্পিত অপরাধের সঙ্গে জড়িত ও ব্রিটেনের আধুনিক দাসত্ব আইনের অপব্যবহারের চেষ্টা করছে৷
ব্রিটিশ সরকারের প্রকাশিত তথ্য জানাচ্ছে, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ছোট নৌকায় যত মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, তার মধ্যে ৪২ শতাংশ আলবেনীয় নাগরিক৷ এই পাঁচমাসে এগারো হাজারের বেশি আলবেনীয় এভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন৷ গতবছর সংখ্যাটি ছিল মাত্র ৮১৫ জন৷
চলতি বছরের শুরুতে আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ব্রিটেন৷ চুক্তি অনুযায়ী, যেসব আলবেনীয়দের ব্রিটেনে থাকার অধিকার নেই তাদের ফিরিয়ে নিতে সম্মত হয় আলবেনিয়া৷ ব্রিটিশ সরকার জানিয়েছে, যেসব আলবেনীয় আশ্রয়ের আবেদন করেছেন সেগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়ার উপায়ও খুঁজছে দেশটি৷
রামার মন্তব্য প্রসঙ্গে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন যে আলবেনীয়দের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়তে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ এবং এরমধ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়টিও রয়েছে৷
নামপ্রকাশে অনিচ্ছুক মুখপাত্র বলেন, ‘‘সংগঠিত অপরাধী এবং মানবপাচারকারীদের কর্মকাণ্ড প্রতিরোধে আমরা যৌথভাবে কাজ করবো৷’’
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান সোমবার জানান যে আলবেনীয় আগমনের হার ব্যাপক আকারে বেড়েছে এবং তারা অবিবাহিত ও বয়সে তরুণ৷ এসব তরুণরা বিভিন্ন সংগঠিত অপরাধী চক্রের সদস্য বা মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি৷
আরও পড়ুন: ‘অবৈধ অভিবাসন’ ঠেকাতে ‘আরো কঠোর’ উদ্যোগ নেবে যুক্তরাজ্য
ব্র্যাভারম্যান এমন দাবিও করেছেন যে ইংল্যান্ডের দক্ষিণ উপকূল আক্রমণ করেছেন আশ্রয়প্রার্থীরা৷ তার এই বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে৷
রামা জানিয়েছে, ব্রিটেনে চলে যাওয়া এক লাখ ৪০ হাজার আলবেনীয়র মধ্যে ৭০ শতাংশই ইটালি বা গ্রিসের মতো ইউরোপীয় দেশ থেকে গেছেন৷ অর্থাৎ তারা সরাসরি আলবেনিয়া থেকে ব্রিটেনে যাননি৷
এভাবে ব্রিটেনে যাওয়াদের মধ্যে এক হাজার ২০০ ব্যবসায়ী রয়েছেনও বলে জানান আলবেনিয়ার প্রধানমন্ত্রী৷ আর অভিবাসন সমস্যা সমাধান করতে চাইলে তার দেশের সঙ্গে সম্মানজনক ব্যবহার করার জন্যও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন রামা৷
এআই/কেএম (এএফপি)