ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ ফাইল ফটো৷ দারিন জামিট লুপি/রয়টার্স
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ ফাইল ফটো৷ দারিন জামিট লুপি/রয়টার্স

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর বৈঠকে ইউরোপে অভিবাসন বিষয়ে জার্মানি ও ইটালির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে৷

বৃহস্পতিবার জার্মানির ম্যুনস্টার শহরে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে জি-৭-এর অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে এক বৈঠকে ইটালির পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় পার্লামন্টের সাবেক প্রধান আন্তোনিও তাইয়ানি অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান৷ 

ইটালির ডানপন্থি জর্জা মেলোনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানির এই বক্তব্য নানা কারণে গুরুত্বপূর্ণ৷ কেননা ক্ষমতায় যাওয়ার আগেই মেলোনির নেতৃত্বাধীন জোট ভূমধ্যসাগর হয়ে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিল৷

এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় আন্তোনিও তাইয়ানি বলেন, ‘‘ভূমধ্যসাগরে পরিচালিত বেসরকারি সংস্থার জাহাজগুলোর বিষয়ে আমি ইটালির অবস্থান পুনর্ব্যক্ত করেছি৷’’

টুইটে আন্তোনিও তাইয়ানি অবশ্য সাগরে ভাসমান বেসরকারি সংস্থা এসওএস মেডিট্রেনির জাহাজটিকেই ইঙ্গিত করেছেন৷

পড়ুন: জীবন-মৃত্যুর মধ্যবর্তী দ্বীপ ল্যাম্পেদুসা

দুইশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভূম্যধসাগরে ভাসমান বেসরকারি সংস্থা এসওএস মেডিট্রেনির একটি জাহাজ সাগর তীরে অবস্থিত ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন এবং গ্রিসের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে৷

বেশ কয়েকদিন ধরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সাগরে ভাসমান জাহাজটি বন্দরে নোঙরের অপেক্ষায় রয়েছে৷  

জানা গেছে, উদ্ধারকাজে নিয়োজিত এসওএস মেডিট্রেনির জাহাজ ওশান ভাইকিং ভূমধ্যসাগর থেকে ২৩৪ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে গত কয়েক দিন ধরে সাগরে ভাসছে৷ এসময় জাহাজটি ইউরোপের দেশ মাল্টা এবং ইটালির কাছে সহযোগিতার আহ্বান জানায়৷ 

কিন্তু এখন পর্যন্ত কোনো দেশের কাছ থেকেই সাড়া মেলেনি৷

আরআর/জেএইচ (ডিপিএ) 

 

অন্যান্য প্রতিবেদন