২৩৪ অভিবাসী ও শরণার্থী নিয়ে ইটালি উপকূলে প্রত্যাখ্যাত হয়ে প্রথমবারের মত ফরাসি উপকূলের দিকে যাত্রা করে উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উদ্ধারকৃত সব অভিবাসীদের দক্ষিণ ফ্রান্সের তুলোন শহরে শুক্রবার স্বাগত জানাতে সম্মত হয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
ভূমধ্যসাগরের আলোচিত উদ্ধার জাহাজ ‘ওশান ভাইকিং’ ইটালির নতুন কট্টর ডানপন্থি সরকারের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বুধবার ফ্রান্সের কর্সিকা উপকূলের দিকে রওনা দেয়৷
তবে ফরাসি সরকারের কাছ থেকে কোনো প্রকার নিশ্চয়তা না পাওয়ার পরও এক প্রকার বাধ্য হয়ে দেশটির দিকে যাত্রা করেছিল এনজিও এসওএস মেডিটারানের এই উদ্ধার জাহাজটি।
প্রায় তিন সপ্তাহ ধরে ২৩৪ অভিবাসী নিয়ে সমুদ্রে ভাসতে থাকার পর ফ্রান্সের কর্সিকা উপকূলের কাছে পৌঁছায় জাহাজটি। বারবার আবেদনের প্রেক্ষিতে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন অসুস্থদের উদ্ধারের সবুজ সংকেত দেন।
আরও পড়ুন>>সাড়া নেই ইটালির, ফ্রান্সের পথে ‘ওশান ভাইকিং’
পরবর্তীতে কর্সিকা দ্বীপের কাছ থেকে হেলিকপ্টার যোগে তিন অসুস্থ অভিবাসী এবং তাদের এক সঙ্গীকে জাহাজ থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কর্সিকার স্থানীয় বাস্তিয়া হাসপাতালে নেয়া হয়।
কিন্তু বাকি অভিবাসীদের ভাগ্যে কী ঘটবে সেটি নিয়ে চলছিল নানা জল্পনাকল্পনা। অবশেষে বৃহস্পতিবার দুপুরে এই মানবিক উদ্ধার জাহাজে থাকা সব অভিবাসীদের ফ্রান্সে স্বাগত জানানোর কথা নিশ্চিত করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা।
তবে জাহাজে থাকা বাকি ২৩০ অভিবাসীকে কর্সিকায় নয় বরং দক্ষিণ ফ্রান্সের তুলোন শহরে শুক্রবার স্বাগত জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী দারমানা।
পড়ুন>>বাড়ছে এনজিওদের ক্ষোভ, অভিবাসী ইস্যুতে চাপে ইটালি
ইটালির নীতির সমালোচনা করে তিনি বলেন, “ওশান ভাইকিংকে শুক্রবার বিশেষ বিবেচনায় তুলোন শহরে স্বাগত জানানো হবে। অবতরণের পর অভিবাসীদের মধ্যে এক তৃতীয়াংশকে ফ্রান্সে আশ্রয় আবেদনের অনুমতি দেয়া হবে।”
তিনি বৃহস্পতিবার ফরাসি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের ব্যাখ্যা করেন, “পনের দিনও বেশি সময় ধরে সাগরে অপেক্ষার পর ইটালি গ্রহণ না করার ফরাসি রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে আমরা জাহাজটিকে স্বাগত জানাচ্ছি। একটি বিশেষ মানবিক পরিস্থিতির কারণে এটি করা হয়েছে।”
বাকিদের নিয়মানুযায়ী ইইউ’র বিভিন্ন দেশে স্থানান্তর করার কথা রয়েছে।
আরও পড়ুন>>দক্ষিণ সিসিলিতে অভিবাসীদের মোবাইল ক্লিনিকে চিকিৎসা
গতকাল থেকেই ইউরোপীয় এনজিও এসওএস মেডিটারানে জাহাজে গুরুতর অসুস্থ হয়ে পড়া অভিবাসীদের ব্যাপারে বারবার সতর্ক করে আসছিল। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেন এবং গ্রিসের কাছে নিরাপদ বন্দরের নামার অনুরোধ করেও প্রত্যাখ্যাত হয় এনজিওটি।
গত ২২ থেকে ২৬ অক্টোবরের মধ্যে মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকায় তিনটি উদ্ধার অভিযান পরিচালনা করে ওশান ভাইকিং। পরবর্তীতে আরো নতুন তিনটি উদ্ধারসহ মোট ছয়টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানের পর থেকে মাল্টা ছাড়া প্রায় ২০টি দেশের কাছে নিরাপদ বন্দরের আশায় আবেদন জানানো হয়।
পড়ুন>>অভিবাসন পরিসংখ্যান: ইটালি থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
এনজিওটি গতকাল জানায়, “আমাদের অসংখ্য আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও ইটালির নবনির্বাচিত কট্টর ডানপন্থি সরকার একটি বন্দরেও জাহাজ ভেড়ানোর অনুমতি দেয়নি। এটি ব্যাখ্যাতীত যে আজ পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।”
ইউরোপীয় কমিশন বুধবার জাহাজে থাকা অভিবাসীদের পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেন। ইইউ কমিশন একটি বড় দূর্ঘটনা এড়াতে বিষয়টি জরুরিভাবে সমাধানের তাগিদ দেয়।
অপরদিকে, ফ্রান্স এবং ইটালির মধ্যে ওশান ভাইকিং নিয়ে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।
ইটালির নতুন কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির দপ্তর থেকে মঙ্গলবার ফ্রান্সকে ধন্যবাদ জানানো হয়। ইটালির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, “ফরাসি বন্দরে মানবিক উদ্ধার জাহাজকে স্বাগত জানাতে সম্মত হওয়ায় প্যারিসকে ধন্যবাদ।
পড়ুন>>‘শত শত অভিবাসীকে একা সামলাচ্ছে ল্যাম্পেদুসা’
কিন্তু এই বক্তব্যটি সঠিক নয় বলে জানা গেছে। প্যারিস এধরনের কোনো বক্তব্য দেয়নি। এর প্রতিক্রিয়ায় বুধবার ফরাসি কর্তৃপক্ষ জানায়, আমরা রোমের বক্তব্য প্রত্যাখ্যান করছি। ওশান ভাইকিং জাহাজকে নামতে না দিয়ে ইটালি অগ্রহণযোগ্য আচরণ করেছে।
এমএইউ/এআই (এএফপি)