ফাইল ফটো: লিবিয়া হয়ে হাজার হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশের চেষ্টা করে | ছবি: শার্লোট বোয়েৎসিয়ুক
ফাইল ফটো: লিবিয়া হয়ে হাজার হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশের চেষ্টা করে | ছবি: শার্লোট বোয়েৎসিয়ুক

বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে অনিয়মিত পথে ইউরোপে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা পুলিশ৷ তার বিরুদ্ধে লিবিয়ায় ২০২০ সালে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

ঢাকা থেকে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৩৮ বছর বয়সি এই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ৷ বাংলাদেশের ঢাকা ট্রিবিউন এবং লিবিয়ার লিবিয়া আপডেট পত্রিকায় রফিকুল আই.-কে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে৷ গত নয় নভেম্বর ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল৷  

ঢাকা ট্রিবিউন পত্রিকা লিখেছে, ‘‘সন্দেহভাজন ব্যক্তি একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ এছাড়া তিনি ২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন বলে ধারনা করা হচ্ছে৷’’

আরও পড়ুন>>‘লিবিয়ার পুলিশ আমাদের বাংলাদেশি দালালদের কাছে বিক্রি করে দেয়’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা নজরুল ইসলাম সন্দেহভাজন পাচারকারী রফিকুলকে গ্রেপ্তারের তথ্য বৃহস্পতিবার ঢাকা ট্রিবিউন পত্রিকাকে নিশ্চিত করেছেন৷ ঢাকা থেকে দুবাই এবং লিবিয়া হয়ে অনিয়মিত পথে ইউরোপে মানব পাচারের একটি পথ বের করেছিলেন তিনি৷  

ইসলাম বলেন, ‘‘সন্দেহভাজন ব্যক্তি লিবিয়ায় অন্যান্য পাচারকারীদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন৷ তবে ২০২০ সালে সেদেশে বাংলাদেশি অভিবাসীদের গুলি করে হত্যার ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি৷’’

পড়ুন>>অভিবাসীদের উদ্ধারে ভূমধ্যসাগরে নতুন জাহাজ

বাংলাদেশি কর্তৃপক্ষ আলোচিত চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ২০২০ সালের ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা৷ ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন৷ সেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এর আগেও বাংলাদেশে সন্দেহভাজন একাধিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷

উল্লেখ্য, লিবিয়া হয়ে অনিয়মিত সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের একটি বড় অংশ বাংলাদেশি নাগরিক৷ ইটালি সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর এখন অবধি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করা অভিবাসী ও শরণার্থীর সংখ্যা ৯১,৭১১ জন৷ এদের মধ্যে অন্তত ১৩,০০৭ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন৷ 

আরও পড়ুন>>শরণার্থীদের দুর্দশার কথা জানাচ্ছে ‘রিফিউজিস ইন লিবিয়া’

এই রুট দিয়ে ইটালিতে প্রবেশ করা মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়৷ প্রথম ও দ্বিতীয় হচ্ছে যথাক্রমে মিশর এবং টিউনিশিয়ার নাগরিকেরা৷

এআই/কেএম

 

অন্যান্য প্রতিবেদন